ATM এক টানা মুখস্থ – (লিখিত ও এমসিকিউ) Free Dowonload

ATM এক টানা মুখস্থ – (লিখিত ও এমসিকিউ) (পেপারব্যাক) –  মোঃ আবু বকর সিদ্দিক (বাগধারা ॥ সমার্থক শব্দ ॥ বিপরীত শব্দ । এক কথায় প্রকাশ পারিভাষিক শব্দ ॥ বঙ্গানুবাদ ॥ প্রবাদ-প্রবচনসহ.

“এটিএম এক টানা মুখস্থ” বইয়ের লেখকের কথাঃ
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা!
অবশেষে ATM নিয়ে হাজির হলাম। বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাক্য সংকোচন, পারিভাষিক শব্দসহ যা মুখস্থ করে মনে রাখতে হয় তা-ই ATM (এক টানা মুখস্থ) বইটিতে সহজে মনে রাখার সকল পদ্ধতি যা গল্প ও কবিতা আকারে উপস্থাপিত হয়েছে। তােমাদের সহজে মনে রাখার প্রয়ােজনীয়তা অনুভব করেই অভিযাত্রীর এই প্রয়াস।
মুখস্থ করতে যাওয়ার সময় বা যখন পড়ার টেবিলে বসে মুখস্থ করা শুরু করবে অনেক সময় ভয়ংকর মাত্রার অলসতা বা কিভাবে এগুলাে মুখস্থ করব এই ভেবে ভয় লাগতে পারে। সাবধান… ভয় লাগলেও পড়া ছেড়েতাে পিছিয়ে যাওয়া যাবে না। মুখস্থ কিন্তু তােমাকে করতেই হবে।
মনে রেখ… তুমি মুখস্থ না করলে কিংবা না করতে পারলে মুখস্থ করার জন্য বহুজন আছে। আর তারাইতাে চান্স পাবে। তাহলে তুমি risk নিবে কেন???…
আশা করি ধৈর্য ধরে নিজেকে বুঝিয়ে পড়ার টেবিলে জোর করে বসিয়ে রাখবে। শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলাে সকল নিয়ােগ ও ভর্তি পরীক্ষা। যার পথ ধরে তুমি তােমাকে তােমার স্বপ্নের কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যেতে পারবে। তবে বলার বিষয় হলাে নিয়ােগ ও ভর্তি পরীক্ষার এই কঠিন যুদ্ধে বাংলা বিষয়ের সর্বোৎকৃষ্ট প্রস্তুতি যে কোনাে শিক্ষার্থীকে ভালাে ফলাফল করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।
সকল নিয়ােগ ও ভর্তি পরীক্ষার যত সব প্রশ্ন আছে তার সবই এই ATM (এক টানা মুখস্থ) বইয়ে পাবে। সর্বোপরি “অভিযাত্রীর ATM” বইটি সকল নিয়ােগ ও ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়ে পরীক্ষার্থীদের সর্বোক্তৃষ্ট ফলাফলের জন্য বিশেষ অবদান রাখবে বলে আশা করি।

Scroll to Top