সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন

BCS non cadre: ৪৫তম বিসিএস থেকে বেছে নেওয়া যাবে নন-ক্যাডার পদ

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০২২, ১.১২ পিএম
বিসিএস পরীক্ষা

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বিসিএস উত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর। ৪৫তম বিসিএস থেকে নন-ক্যাডারেও পদ বেছে নিতে পারবেন উত্তীর্ণ প্রার্থীরা। নন-ক্যাডার নিয়োগ বিধিমালা সংশোধন করে আবেদনের শুরুতে ক্যাডারের মতো নন-ক্যাডারেও পছন্দ নির্বাচনের সুযোগ রাখা হচ্ছে। আগামী নভেম্বরে এই বিসিএসের বিজ্ঞপ্তি জারি হতে পারে।

চাকরিপ্রার্থীরা বর্তমানে শুধু পছন্দের ক্যাডার পদ দিতে পারেন। নন-ক্যাডারে নিয়োগ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আসা তালিকার ভিত্তিতে।পিএসসির একজন সদস্য জানিয়েছেন, নন-ক্যাডারে নিয়োগে যে শূন্য পদগুলো সামনে থাকে, মেধাতালিকা অনুসারে সেসব পদে নিয়োগ দিয়ে থাকি। পরে পিএসসির কাছে অনেক সময় ভালো পদে নিয়োগের তালিকা আসে।

তিনি বলেন, পরের তালিকায় নন-ক্যাডার প্রার্থীরাও মেধাতালিকায় এগিয়ে থাকা প্রার্থীদের চেয়ে ভালো পদ পান। এতে বৈষম্য হয়। পিএসসিরও কিছু করার থাকে না। এ কারণে নন-ক্যাডারেও পছন্দের পদের তালিকা নির্বাচনের সুযোগ রাখা হচ্ছে।

জানা গেছে, ৪৫তম বিসিএস সামনে রেখে পিএসসি নন-ক্যাডারের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে। চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তাঁরা এ নিয়ে কাজ শুরু করেছেন।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, শূন্য পদের তালিকা আগেই আসুক। তাহলে প্রার্থীরা ঠিক করবেনতিনি নন-ক্যাডারের কোন পদে চাকরি পেতে চান। কেউ নন-ক্যাডারের চাকরি করতে না চাইলে সে অপশনও রাখা হবে। যোগ্য প্রার্থী মেধায় এগিয়ে থেকেও ভালো পদ পাবেন না, আবার পিছিয়ে থেকেও আকর্ষণীয় পদ পাবেন, এই বৈষম্য রাখতে চাই না।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today