প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নে ভুল থাকলে কী করে পিএসসি

প্রতিটি বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর পরীক্ষার্থীরা ভুল প্রশ্ন নিয়ে দ্বিধা–দ্বন্দ্বে থাকেন। এবারও ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয় গতকাল শুক্রবার।

এর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্নে ভুল আছে কি না, ভুল থাকলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কী করে—এসব বিষয় নিয়ো আলোচনা হচ্ছে।

প্রশ্নে ভুল থাকলে পিএসসি আসলে কোন পন্থা অবলম্বন করে? এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘এ পর্যন্ত ৪৬তম বিসিএসে প্রশ্নে ভুলের কোন অভিযোগ পাইনি। যদি অভিযোগ আসে, আমরা সেটি খতিয়ে দেখব। সাধারণত এ ধরনের অভিযোগ এলে আমরা সেটি আমলে নিয়ে প্রাথমিকভাবে যাচাই করি। এরপর একটি বিশেষজ্ঞ দল দিয়ে তা যাচাই করাই। যদি ভুল পাই, তাহলে সেই প্রশ্নের নম্বর কাটা হয় না। সবাই নম্বর পান। এবারও যদি এমন হয়, তাহলে সবাইকে ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়া হবে। সেটিতে যে অপশনেই টিক মার্ক দিক না কেন, তা দেখা হয় না। কেউ বঞ্চিত হন না। সবাই মার্কস পান।’

গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। সরকারি কর্ম কমিশন (পিএসসি) আয়োজিত এই পরীক্ষায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা হয়।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ। সরকারি কর্ম কমিশন পিএসসি সূত্র প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।

এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। সূত্রঃ প্রথম আলো।

৪৩ তম বিসিএস প্রিলির সম্ভাব্য তারিখে পরিবর্তন এনেছে পিএসসি

দ্যা ক্যাম্পাস টুডেঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) সম্ভাব্য তারিখে পরিবর্তন এনেছে। প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করে ১৫ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর করা হয়েছে।

আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তবে এই তারিখ পুনঃনির্ধারণের কোনো কারণ জানায়নি পিএসসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) সম্ভাব্য তারিখ ১৫.১০.২০২১ এর পরিবর্তে ২৯.১০.২০২১ পুনঃনির্ধারণ করা হলো। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪ লাখের বেশি আবেদন পরেছে ৪৩তম বিসিএসে

ক্যাম্পাস টুডে ডেস্ক

৪৩তম বিসিএসে আবেদন ৪ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে জানা যায়, দফায় দফায় সময় বৃদ্ধির কারণে যারা যোগ্যতার জন্য আবেদন করতে পারেননি তারাও আবেদনের সুযোগ পেয়েছেন। তাই আবেদনকারীর সংখ্যা বাড়ছে। আবেদনের সময় শেষ হবে আগামী ৩০ জুন।

জানা যায়, গতকাল সোমবার পর্যন্ত ৪৩ তম বিসিএসে ৪ লাখ ৮ হাজার ৪৬২ জন আবেদন করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩ তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করে প্রশাসন।

করনার কারনে বিশ্ববিদ্যালয়গুলোর শেষ বর্ষের পরীক্ষা সময়মতো না হওয়ায় অনেক শিক্ষার্থী ৪৩ তম বিসিএসে আবেদন করতে পারবেন না। আবার এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক পরীক্ষা শুরু হয়েছে। সেই সময় ৪৩ তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে পিএসসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল ইউজিসি।

৪৩ তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা দুই মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি দিয়েছিল ইউজিসি। এখন আবেদনের সময় ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পরে আরও দুই মাস বাড়ানো হয় এই আবেদনের সময়সীমা।

 

চাকরির আবেদনের বয়স শেষ দেড় লাখের বেশি প্রার্থীর

ক্যাম্পাস টুডে ডেস্ক, বর্তমানে করোনাকালে চাকরির বয়স শেষ হয়েছে দেড় লাখের বেশি প্রার্থীর। তাদের এ ক্ষতি কীভাবে পোষানো যায় তা নিয়ে পরিকল্পনা করছে মন্ত্রণালয়। এক বছরের বেশি সময় ধরে তেমন কোনো পরীক্ষায়ও বসতে পারেনি তারা।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে দেয়া হবে আটকে থাকা প্রজ্ঞাপনও।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বিষয়টি দেশের তরুণদের কাছে অবিচার হিসেবে ধরা দিচ্ছে।

বর্তমান বাংলাদেশে একসময় সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ছিল ২৫ বছর। স্বাধীন বাংলাদেশের শুরু দিক থেকেই এই বয়স ২৭ বছরে উন্নীত করা হয়। স্বাধীন বাংলাদেশের শুরু দিক থেকেই এই বয়স ২৭ বছরে উন্নীত করা হয়।

 

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | SUST Jobs News

জবস নিউজ টুডেঃ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর,২০২০ তারিখে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিগপ্তি প্রকাশ করে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায়- ৫টি বিভাগে সহযোগী অধ্যাপক ১টি ও ৭ টি পদে সহকারী অধ্যাপক নিবে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নিয়োগ দেওয়া হবে যেসব বিভাগে-
১) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
২) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স
৩) জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট
৪) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি
৫) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং

আবেদন জমাদানের শেষ তারিখ

সহযোগী অধ্যাপকঃ ৩১ জানুয়ারি, ২০২১
সহকারী অধ্যাপকঃ ০৭ জানুয়ারি, ২০২১

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করুন- www.sust.edu

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন-

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | SUST Jobs News

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে চাকরির সুযোগ

জবস নিউজ টুডেঃ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ১টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের রাজস্ব খাতভুক্ত প্রোগ্রামার পদে সরাসরি নিয়োগের জন্য (সোমবার, ২১ ডিসেম্বর ২০২০) দৈনিক কালেরকন্ঠ পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৪/১২/২০২০ খ্রিঃ সকাল ১০টা। আবেদনের শেষ তারিখঃ ১৩/০১/২০২১ খ্রিঃ বিকেল ৫ টা।

পদের নামঃ প্রোগ্রামার
বেতনঃ গ্রেড-৬ (৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা)
পদের সংখ্যাঃ ১ টি
বয়সের সীমাঃ ১৩/০১/২০২১ (৩৫ বছর)

শর্তাবলিঃ
১) কোন সরকারি/ স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
২) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করতে হবে না।
৩) এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) নিজস্ব ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) পাওয়া যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন-

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে চাকরির সুযোগ