সাত কলেজের বিষয় ও কলেজ মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের কলেজ ও বিষয় মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এরমধ্য দিয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কলেজ ও বিষয় অনুমোদনের কার্যক্রম শেষ হয়েছে। বিষয়টি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সরকারি ৭ কলেজের সম্পূর্ণ আসন পূরণ করে সকল ইউনিটের সর্বশেষ এবং চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। মনোনয়ন পেয়েছে এমন শিক্ষার্থীরা আজ থেকেই ভর্তি ফি বাটনে ক্লিক করে ভর্তি ফি জমা দিতে পারবেন।

তবে ভর্তি ফি জমা দেওয়ার পর এর রসিদ ডাউনলোড করে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনীত বিষয়ের সংশ্লিষ্ট বিভাগে সশরীরে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি। সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস

অধ্যাপক মোস্তাফিজ বলেন, এবছর আসন খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে পর্যায়ক্রমে মোট পাঁচটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বিষয় ও কলেজ মনোনয়ন পাওয়ার জন্য ৩৯ হাজার ২৫৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছিলো। এরমধ্যে মেধাক্রম অনুযায়ী ২৩ হাজার ৪৯০ জন শিক্ষার্থী সুযোগ পেয়েছেন।

এরমধ্যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ৯ হাজার ৯৭৯ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে আসন সংখ্যা ৪ হাজার ৮৯২ জন এবং বিজ্ঞান ইউনিট ৮ হাজার ৬১৯ জন ভর্তির সুযোগ পেয়েছেন। সম্পাদনা: তারিক আল বান্না

ঢাবির বিশেষ সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন আগামী ২৬ অক্টোবর কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি দিতে এ সমাবর্তনের আয়োজন করা হচ্ছে। অনলাইনে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুক্রবারের (১৫ সেপ্টেম্বর) মধ্যে সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ডক্টর অব লজ ডিগ্রি ডিগ্রিপ্রাপ্ত বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন-বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

বিশেষ সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের অংশগ্রহণের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বিশেষ সমাবর্তন-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া

শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে (https://ssl.du.ac.bd/login) স্ব-স্ব প্রোফাইলে লগইন করে বাম পাশের Special Convocation মেন্যুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে (https://ssl.du.ac.bd/studentlogin) স্ব-স্ব প্রোফাইলে লগইন করে বাম পাশের Special Convocation মেন্যুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আর রেজিস্টার্ড গ্র্যাজুয়েটবৃন্দ https://convocation.du.ac.bd প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার এক পর্যায়ে আপনার একটি সচল মোবাইল নম্বর, সাম্প্রতিক ছবি ও এনআইডি কার্ডের স্ক্যানড কপির প্রয়োজন হবে। অ্যালামনাই সদস্যরা https://convocation.du.ac.bd পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর শিক্ষার্থী ও শিক্ষকরা স্ব স্ব ড্যাসবোর্ড এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যবৃন্দ https://convocation.du.ac.bd -এ লগইন করে স্যুভেনির সংগ্রহের রসিদ এবং রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে পারবেন।

শিক্ষকগণ স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে স্যুভেনির, আমন্ত্রপত্র ও কস্টিউম সংগ্রহ করবেন। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা ডাউনলোডকৃত ফরমের কপি জমা দিয়ে একই তারিখ, সময় ও স্থান থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন।

শিক্ষার্থীরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত স্ব-স্ব অনুষদ থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন।

উল্লেখ্য, শিক্ষার্থী, শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অ্যালামনাই প্রত্যেক ক্যাটাগরিতে আসন সংখ্যা নির্ধারিত। ফলে যেকোন ক্যাটাগরিতে নির্ধারিত সংখ্যক রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে উক্ত ক্যাটাগরির রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

চবিতে আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে হবে পরীক্ষা

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের স্থগিত, অসমাপ্ত ও অনলাইন ক্লাসের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৬ আগস্ট থেকে বিভাগগুলো চাইলে পরীক্ষা নিতে পারবে। তবে, শতভাগ টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে।

বৃ্হস্পতিবার (১২ আগস্ট) বিষয়টি দ্য ক্যাম্পাস টুডেকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে চলমান/স্থগিত/অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির সদস্য এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান।

তিনি বলেন, গতকাল বুধবারের মিটিংয়ে লকডাউন শিথিল সাপেক্ষে ১৬ আগস্টের পর থেকে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, স্ব স্ব বিভাগ তাদের ছাত্রী ছাত্রীদের সাথে আলোচনা করে পরীক্ষা নিতে পারবে। শতভাগ টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত হল খুলছে না।

তিনি আরও বলেন, যদি মহামারির প্রকোপ আরও বেড়ে যায় তবে অর্ডিন্যান্স প্রণয়ন সাপেক্ষে অনলাইনে পরীক্ষা কীভাবে নেওয়া যায় সেটি নিয়ে আমরা চিন্তা করছি। এজন্য বিভাগগুলোকে একাডেমিক কমিটির সভা করে ১২ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। ডিনবৃন্দ গৃহিত রিপোর্ট ৩০ সেপ্টেম্বর কমিটির নিকট প্রেরণ করবে।

এর আগে গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন ঘোষণা করে। তবে করোনা পরিস্থিতি আবার অবনতির দিকে গেলে পরীক্ষা স্থগিত করা হয়।

চবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা প্রকাশ

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক পুনঃনির্ধারিত তারিখ প্রকাশ করা হয়েছে। একই সাথে প্রবেশপত্র সংগ্রহের নতুন সময়সীমাও প্রকাশ করা হয়েছে।

বুধবার (১১আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার(একাডেমিক) স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।

করোনা পরিস্থিতিতে দুই দফা পিছিয়ে আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার নতুন সময় নির্ধারণ করা হয়। ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত।

ইউনিট ভিত্তিক পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি – ‘বি’ ইউনিট এর পরীক্ষা ২৭ অক্টোবর ও ২৮ অক্টোবর, ‘সি’ ইউনিট এর পরীক্ষা ২৯ অক্টোবর, ‘ডি’ ইউনিট এর পরীক্ষা ৩০ অক্টোবর ও ৩১ অক্টোবর, ‘এ’ ইউনিট এর পরীক্ষা ১ নভেম্বর ও ২ নভেম্বর , ‘বি১’ উপ ইউনিট এর পরীক্ষা ৫ নভেম্বর সকাল ৯টা ৪৫ এবং ‘ডি১’ উপ ইউনিট এর পরীক্ষা ৫ নভেম্বর দুপুর ২টা ১৫টায় অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি- ‘চারুকলা ইনস্টিটিউট – ১৫ নভেম্বর, ‘নাট্যকলা বিভাগ – ১৬ নভেম্বর, ‘সংগীত বিভাগ – ১৮ নভেম্বর, ‘ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ – ২০ নভেম্বর ও ২১ নভেম্বর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবে।

প্রবেশপত্র সংগ্রহের নতুন সময়সীমা – ‘বি’ ইউনিট ১২ অক্টোবর, ‘সি’ ইউনিট ১৪ অক্টোবর, ‘ডি’ ইউনিট ১৫ অক্টোবর, ‘এ’ ইউনিট ১৭ অক্টোবর এবং ‘বি১’ও ‘ডি১’ উপ ইউনিটে ২১ অক্টোবর থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিট সংশ্লিষ্ট পরীক্ষার ১ ঘণ্টা আগে পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপথ সংগ্রহ করতে পারবেন।

ভর্তি প্রক্রিয়া ও স্থান- প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এছাড়া জিপিএ এর ভিত্তিতে ২০ নম্বর থাকবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

আসনপ্রতি লড়বে ৩৭ জন- এবারের ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে ১লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থীর লড়বেন। সে হিসাবে প্রতি আসনপ্রতি লড়বে ৩৭ জন।

আসন সংখ্য- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এরমধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। উপ ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

#চবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা প্রকাশ

চবিতে হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতার কার্যক্রম শুরু

 

চবি প্রতিনিধি

চতুর্থ বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সফলভাবে পুরো আয়োজন সম্পন্ন করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টিম।

‘পৃথিবীকে স্বরূপে ফেরানো’ স্লোগানকে ধারণ করে ২০২৪ সালের মধ্যে ২০০০ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিয়ে এবারের কার্যক্রম শুরু করেছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। চবিতে এ বিজনেস প্রতিযোগিতার অন ক্যাম্পাস রাউন্ড বাস্তবায়নে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতকিয়া সুবাত। পাশাপাশি অনলাইন রিক্রুমেন্টের মাধ্যমে ইতোমধ্যে ৭ টি টিমে ৫৪ সদস্যের অর্গানাইজিং টিম গঠন করা হয়েছে।

নব মনোনীত ক্যাম্পাস ডিরেক্টর আতকিয়া সুবাত জানান, করোনার কারণে থমকে যাওয়া পৃথিবীকে আবার আগের গতিতে ফিরিয়ে আনতে হাল্ট প্রাইজের এবারের প্রচেষ্টা। ২০২২ সালের অন ক্যাম্পাস রাউন্ডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিমকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত গৌরবের বিষয়। বিগত বছরগুলোর মতো এবারও আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সফলতার সাথে এ আয়োজনটি সম্পন্ন হবে।

আয়োজক সুত্র জানায়, এই বিজনেস প্রতিযোগিতার অন ক্যাম্পাস রাউন্ডের জন্য খুব শিগগিরই রেজিস্ট্রেশন শুরু হবে। করোনা প্যান্ডামিকের কারণে রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনেই সম্পন্ন হবে।

গতবছর এ বিজনেস প্রতিযোগিতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস রাউন্ডে ৩২১ টি টিম রেজিস্ট্রেশন করেছিল। ফলে টিম রেজিস্ট্রেশনের ভিত্তিতে পুরো বিশ্বের মধ্যে ২য় অবস্থানে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম। এবার এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠকরা।

উল্লেখ্য, জাতিসংঘের সাথে অংশীদারিত্বে ‘হাল্ট প্রাইজ’ হলো বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন যা ১২১ টির বেশি দেশের ৩০০০ এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে সাহায্য করেছে ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিতে সক্ষম হয়েছে। হাল্ট প্রাইজ প্রতিবছর বিভিন্ন সামাজিক সমস্যাকে লক্ষ্য করে বিশ্বব্যাপী একটি বিজনেস আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিদের থেকে সেরা ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এবং সেরা ব্যবসার ধারণার জন্য ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

ইবির খালেদা জিয়া হলের ৯টি কক্ষের তালা ভেঙ্গে চুরি!

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একের পর এক ঘটছে চুরির ঘটনা। সম্প্রতি তিনটি আবাসিক ছাত্র হল ও একাডেমিক ভবনে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ছাত্রী হলের নয়টি কক্ষে আবারও জিনিসপত্র চুরি হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের গ্রিল কেটে চুরি করা হয়েছে বলে জানা যায়। হলের দক্ষিণ ব্লক বা পুরাতন ব্লকের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার নয়টি কক্ষের জিনিসপত্র চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে হল প্রশাসন। এছাড়া হলের ডাইনিং থেকে অন্তত ছয়-সাতটি বেসিনের কল চুরি হয়েছে।

হল কতৃপক্ষ জানায়, করোনার কারণে আবাসিক হলগুলো বন্ধ থাকায় হলের কাজ চলছিল। অন্যান্য দিনের মতোই শ্রমিকরা কাজে এলে হলের নিচতলার বারান্দার গ্রিল ভাঙা দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন তারা।

ঘটনাস্থল পরিদর্শন করে হলের নিরাপত্তাকর্মীরা জানান, প্রাচীর টপকে গ্রিল ভেঙে হলের ডাইনিংয়ে ঢোকে চোর। কক্ষের সামনে তালাগুলো পড়ে থাকতে দেখা যায়। এছাড়া কক্ষের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে হল বন্ধ থাকায় কী কী জিনিস চুরি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

চুরি হওয়া কয়েকটি কক্ষের ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের রুমে সনদ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ফ্যান, জামা-কাপড়, ট্রাঙ্ক, রাইসকুকারসহ রান্নার আসবাবপত্র ছিল। তবে হলে না থাকায় কী কী হারিয়েছে তা বলতে পারেননি তারা। হলের নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভু্ইঁয়া, প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও ইবি থানা পুলিশ।

প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কী হারিয়েছে তা মেয়েদের সঙ্গে কথা না বললে বোঝা যাচ্ছে না। হল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট মেয়েদের সঙ্গে কথা বলতে বলেছি।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টির খোঁজখবর রাখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বশেমুরবিপ্রবির অনলাইন পরীক্ষা শুরু ২০ আগস্টের পর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অনলাইন পরীক্ষা আগামী ২০ আগস্টের পর শুরু হবে। সেইসঙ্গে শিক্ষার্থীদের অবস্থানরত এলাকা থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ আগস্টের পরে যেকোনো সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরু করা হবে। এজন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের অবস্থানরত এলাকা থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে শ্রেণি প্রতিনিধিদের (সিআর) মাধ্যমে নিজ বিভাগকে অবহিত করার জন্য বলা হয়েছে।

এর আগে অনলাইনে পরীক্ষার বিষয়ে নীতিমালা তৈরি করতে গত ৪ আগস্ট ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল।

এ বিষয়ে কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মো. রাজিউর রহমান বলেন, অনলাইনে পরীক্ষার বিষয়ে নীতিমালা খসড়া করে উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

শেখ ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস: চবি ভিসি

চবি প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকাল ১১টায় চবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্যোগে হল প্রাঙ্গনে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন করা হয়। ম্যুরাল উন্মোচন ও পুস্পস্তবক অর্পণ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এসময় বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রেরণার উৎস। বঙ্গমাতা ছায়ার মতো পাশে থেকে জাতির পিতাকে সকল ক্ষেত্রে দেশ-জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা যোগাতেন। এ মহান রমণী যুগ যুগ ধরে দেশ-জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত, চবি শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা (আঁখি), আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দসহ অনেকেই।

করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

কুবি টুডে: করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান।

রবিবার (৮ আগস্ট) সকাল থেকে শ্বাসকষ্ট দেখা দিলে দুপুর আড়াইটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবুল হাসান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের সন্তান। গত কিছুদিন আগে ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট দেখা দিলে কুমিল্লা মেট্রোপলিটন হাসপাতালে ২ দিন ভর্তি ছিলেন।

পরে অবস্থার উন্নতি হলে তাকে রিলিজ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এদিন সকালে ফের শ্বাসকষ্ট শুরু হলে দুপুরের দিকে হাসাপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। আবুল হাসানের জানাযা তার নিজ বাড়িতে এশার নামাজের পর অনুষ্ঠিত হবে।

নৃবিজ্ঞান বিভাগের সভাপতি আইনুল হক বলেন, আবুল হাসান কয়েকদিন ধরেই একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি ছিলেন। গত শুক্রবার কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে সে। তবে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজ আবার কুমিল্লা মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন

চবি প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল উন্মোচন করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) সকাল ১১টায় চবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্যোগে হল প্রাঙ্গনে বঙ্গমাতার ম্যুরাল উন্মোচন করা হয়। ম্যুরাল উন্মোচন ও পুস্পস্তবক অর্পণ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এসময় বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রেরণার উৎস। বঙ্গমাতা ছায়ার মতো পাশে থেকে জাতির পিতাকে সকল ক্ষেত্রে দেশ-জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ-অনুপ্রেরণা যোগাতেন। এ মহান রমণী যুগ যুগ ধরে দেশ-জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি শহীদ আবদুর রব হলের প্রভোস্ট ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া ও সহকারী প্রক্টরবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. প্রকাশ দাশগুপ্ত, চবি শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা (আঁখি), আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দসহ অনেকেই।