আবরার হত্যা: জড়িতদের ফাঁসি চেয়ে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

বশেমুরবিপ্রবি টুডেঃ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



আবরারের এ হত্যাকান্ড আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নিতে পারি না, এ হত্যাকাণ্ডে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।



অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আবরার হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত খুনিদের সর্বোচ শাস্তি নিশ্চিতের দাবি জানান

মানবন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, দেশের সব থেকে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হন বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আর সেখানেও যদি নিজের বাক স্বাধীনতা প্রকাশের জন্য কাউকে খুন হতে হয়, তাহলে দেশ কোন দিকে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, আবরারের এ হত্যাকান্ড আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নিতে পারি না, এ হত্যাকাণ্ডে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর রাত ৩ টার দিকে বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর রুমে থাকতেন। কুষ্টিয়া কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের বরকত উল্লাহ ছেলে ফাহাদ বাড়ি থেকে রবিবারই হলে ফেরেন।

দ্য ক্যাম্পাস টুডে।

আবরার হত্যার প্রতিবাদে কুবিতে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ (ভিডিও)

কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

কাউছার হামিদ জীবনের সঞ্চালনায় মঙ্গলবার (০৮) অক্টোবর সন্ধ্যা ৬.০০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন। বিভিন্ন বিভাগের ছাত্ররা আবরার হত্যার বিচার দাবি করে বক্তব্য রাখেন।

এসময় ফার্মেসী বিভাগের শিক্ষার্থী কাউছার হামিদ জীবন বলেন, ভারতীয় আগ্রাসন এর বিরুদ্ধে দেশবাসীকে জাগতে হবে, তিনি আরও বলেন আমরা বুয়েটের ৮ দফা দাবির সাথে একাত্নতা পোষণ করছি। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আরেফিন রফিক বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ আবরার। এছাড়াও বক্তব্য রাখেন ডিবেটিং সোসাইটির সভাপতি ফারিদ মোস্তাকিম, এবং আইন বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দিন।

শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শিক্ষার্থীরা অবস্থান করে এসময় সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “শিক্ষা সন্ত্রাস একসাথে চলবে না” “সোনার বাংলায় রক্ত কেন? প্রশাসন জবাব চাই” ” আমার ভাই শহীদ কেন প্রশাসন জবাব চাই” “বুয়েটে রক্ত কেন? জবাব চাই” “ভারতীয় আগ্রাসন নিপাত যাক” শ্লোগান দেন।

দ্রুত আবরার হত্যার বিচার না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন এবং আগামীকাল সকাল ১০ টায় মানববন্ধনের ঘোষণা দেন।

ভিডিও

https://www.facebook.com/2259853807600542/posts/2343269632592292/



সংবাদ প্রেরক ‘দ্য ক্যাম্পাস টুডে’ এর কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।


 

বশেমুরবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন করে আবরার হত্যার প্রতিবাদ

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মোববাতি প্রজ্বলন করে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ জানিয়েছে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন করে আবরার হত্যার প্রতিবাদ জানায়।

এর আগে সোমবার (০৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়টির বিজয় দিবস ও স্বাধীনতা দিবস হলের সামনে থেকে আবরার হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

এ বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে অবশেষে জয়বাংলা চত্বরে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দোষীদের অবিলম্বে ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, রবিবার (০৬ অক্টোবর) রাত ৩ টার দিকে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরে বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার মাঝামাঝি স্থানে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্য ক্যাম্পাস টুডে

‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাই প্রথম দায়িত্ব’

বশেমুরবিপ্রবি টুডেঃ “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাই হলো আমার প্রথম দায়িত্ব” বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চলতি (ভারপ্রাপ্ত) উপাচার্য হিসাবে দায়িত্ব পাওয়া অধ্যাপক ড. মো. শাহজাহান ।

তিনি আরো বলেন,”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।”



অধ্যাপক ড. মো. শাহজাহানের উপাচার্য হিসেবে চলতি দায়িত্ব পাওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছালে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে ফেটে পড়ে


সোমবার (০৮ অক্টোবর) সন্ধ্যার দিকে শিক্ষা মন্ত্রণালয় প্রেরিত একটি খুদেবার্তার মাধ্যমে ভারপ্রাপ্ত উপাচার্য দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সভাপতি।

এদিন সন্ধ্যায় অধ্যাপক ড. মো. শাহজাহানের উপাচার্য হিসেবে চলতি দায়িত্ব পাওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছালে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে ফেটে পড়ে।

‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। আনন্দ-উল্লাসের সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, “বিশ্ববিদ্যালয় খোলার দিন থেকেই পুরোদমে ক্লাস শুরু হবে। ইতোমধ্যে প্রতিটি ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীদের অনানুষ্ঠানিকভাবে মেসেজ পৌঁছে দেয়া হয়েছে।”

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড.খোন্দকার নাসিরউদ্দিন।

দ্য ক্যাম্পাস টুডে

বশেমুরবিপ্রবিতে বুধবার থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বুধবার (০৯ অক্টোবর) থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহজাহান জানান, ” আগামীকাল (বুধবার) থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে।”

উল্লেখ্য, সোমবার (০৭ অক্টোবর) চলতি (ভারপ্রাপ্ত) উপাচার্য হিসাবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. শাহজাহান । তিনি বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সভাপতি।

দ্য ক্যাম্পাস টুডে

নোবিপ্রবিসাস এবং মাভাবিপ্রবিসাসের নতুন কমিটিকে কুবিসাস’র শুভেচ্ছা

কুবি টুডেঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (মাভাবিপ্রবিসাস) ২০১৯-২০ কার্যকরী পরিষদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।



ছবি: নোবিপ্রবিসাসকে শুভেচ্ছা।
ছবি: মাভাবিপ্রবিসাসকে শুভেচ্ছা।

 

 

 

 

 

 

 

 



মঙ্গলবার (০৮ অক্টোবর) কুবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক শাহাদাত বিপ্লবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভাপতি জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানভীর সাবিকের যৌথ বিবৃতিতে নতুন কমিটিদ্বয় কে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যৌথ বিবৃতিতে কুবিসাসের সাংবাদিক নেতার বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এছাড়া পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।



সংবাদ প্রেরক ‘দ্য ক্যাম্পাস টুডে’ এর কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।


আবরার হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ-মিছিল

কুবি টুডেঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যাকান্ডের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা নগরীর টাউনহলে বিক্ষোভ মিছিলটি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।



“আবরারসহ যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন নতুন আবরার হত্যার স্বীকার না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল প্রশাসনকে সজাগ থাকতে হবে।”



বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানের মূখরিত হয়ে উঠে কুমিল্লা নগরী।

স্লোগানের মধ্যে ছিলো- ‘বঙ্গবন্ধুর বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি।

বিক্ষোভ মিছিলের সময় কুবি শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফ বলেন, “আবরারসহ যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিশ্বজিৎ হত্যার মতো যেন আসামীরা আইনের ফাক দিয়ে বের হয়ে না আসে। ভবিষ্যতে যেন নতুন আবরার হত্যার স্বীকার না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল প্রশাসনকে সজাগ থাকতে হবে।”

এছাড়াও কুবি’র আবদুর রহিম, ভিক্টোরিয়া কলেজের মহিউদ্দিন আকাশ ও সরকারী কলেজের সৈকতসহ বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করে।



সংবাদ প্রেরক ‘দ্য ক্যাম্পাস টুডে’ এর কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার


 

“৬ ঘণ্টা ধরে নির্যাতন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড”: আবরারের বাবা

বুয়েট টুডেঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে (২১) পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আবরারের বাবা বরকত উল্লাহ্।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে আবরারের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রামে পৌঁছলে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ কথা জানান। সেখানে হাজারও মানুষ জড়ো হন। এ সময় প্রতিবেশী-স্বজনদের সঙ্গে পুলিশ সদস্যদেরও কাঁদতে দেখা যায়।



“৬ ঘণ্টা ধরে নির্যাতন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড”: আবরারের বাবা



এ সময় কান্নাজড়িত কন্ঠে আবরারের বাবা বলেন, “এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। যে ছেলেটা বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাল, তাকে ৮টার দিকে নির্যাতন করার জন্য ডেকে নিয়ে গেল। ছয় ঘণ্টা ধরে নির্যাতন চালাল, এটা অবশ্যই পরিকল্পিত।”

এর আগে ভোর সাড়ে ৫টার দিকে আবরারের মরদেহ কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে সকাল সাড়ে ৬টায় তার দ্বিতীয় জানাজা হয়। বেলা ১০টার পর আবরারের তৃতীয় জানাজা হয়। এরপর দুপুরে গ্রামের গোরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত রোববার (০৬ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা।

আবরারকে মারার পর তার নিথর দেহ সিঁড়ির রেখে যান এমন সিসিটিভি ফুটেজ সামজিক যোগাযোগ মাধ্যেমে প্রকাশিত হলে এই মর্মান্তিক ঘটনা আরো সমালোচনায় আসে।

ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

দ্য ক্যাম্পাস টুডে

আবরার হত্যা: খুনিদের সর্বোচ্চ শাস্তিসহ ৮ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও)

বুয়েট টুডেঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ ছাত্রলীগের নির্যাতনে নিহতের ঘটনায় ৮ দফা দাবিতে বিক্ষোভ করছেন বুয়েট শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে ফাহাদ হত্যকান্ডে জড়িতদের অবিলম্বে ফাঁসি চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

৮ টি দাবি হলো


১. খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।


২. ৭২ ঘণ্টার মধ্যে নিশ্চিতভাবে শনাক্তকৃত খুনিদের সবার ছাত্রত্ব বাতিল করে আজীবন বহিষ্কার নিশ্চিত করতে হবে।


৩. দায়েরকৃত মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে স্বল্পতম সময়ে নিষ্পত্তি করতে হবে।


৪. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ঘটনাস্থলে উপস্থিত হননি তা উনাকে সশরীরে ক্যাম্পাসে এসে আজ বিকেল ৫টার মধ্যে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে ডিএসডব্লিউ স্যার কেন ঘটনাস্থল থেকে পলায়ন করেছেন তা উনাকে আজ বিকেল ৫টার মধ্যে সকলের সামনে জবাবদিহি করতে হবে।


৫. রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে আবাসিক হল থেকে ছাত্র উৎখাতের ব্যাপারে অজ্ঞ থাকা এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় শেরে বাংলা হলের প্রভোস্টকে ১১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রত্যাহার করতে হবে।


৬. মামলা চলাকালীন সকল খরচ এবং আবরার ফাহাদের পরিবারের সকল ক্ষতিপূরণ বুয়েট প্রশাসনকে বহন করতে হবে।


৭.আবাসিক হলগুলোতে র‍্যাগের নামে এবং ভিন্ন মতাবলম্বীদের ওপর সকল প্রকার শারীরিক এবং মানসিক নির্যাতন বন্ধে এর সঙ্গে জড়িত সবার ছাত্রত্ব বাতিল করতে হবে। একই সঙ্গে আহসানউল্লাহ হল এবং সোহরাওয়ার্দী হলের আগের ঘটনাগুলোতে জড়িত সবার ছাত্রত্ব বাতিল ১১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে নিশ্চিত করতে হবে।


৮. সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে।


গত রবিবার (০৬ অক্টোবর) মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার মাঝামাঝি সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল সোমবার বুয়েট ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। ফাহাদ হত্যাকাণ্ডে ১৯ জনকে আসামি করে গতকাল রাতে চকবাজার থানায় মামলা করেছেন তার বাবা বরকতুল্লাহ।

ভিডিওঃ

https://www.facebook.com/thecampustoday/videos/1362470377235500/

আবরার হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি চেয়ে বশেমুরবিপ্রবিতে প্রতিবাদ

বশেমুরবিপ্রবি টুডেঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (০৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়টির বিজয় দিবস ও স্বাধীনতা দিবস হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।



“স্বাধীন দেশে (বাংলাদেশে) মতামত প্রকাশ কখনো অপরাধ হতে পারে না। আর যদি অপরাধ হয়েও থাকে তার জন্য আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা তার সুষ্ঠু বিচার চাই।”



এ বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে অবশেষে জয়বাংলা চত্বরে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দোষীদের অবিলম্বে ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে বিক্ষোভকারী শিক্ষার্থী মাসুম কবির বলেন, “স্বাধীন দেশে (বাংলাদেশে) মতামত প্রকাশ কখনো অপরাধ হতে পারে না। আর যদি অপরাধ হয়েও থাকে তার জন্য আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা তার সুষ্ঠু বিচার চাই।”

উল্লেখ্য, রবিবার (০৬ অক্টোবর) রাত ৩ টার দিকে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরে বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার মাঝামাঝি স্থানে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্য ক্যাম্পাস টুডে