পানি পান করার পর পড়বে

পানি পান করার পর পড়বে

উচ্চারণঃ আলহাম্‌দু লিল্লাহিল্লাজি ছাকানা আজবান ফুরতান বিরহমাতিহ্‌ ওয়ালাম ইয়াজ্‌ আ’লহু মিলহান উজাজান বিযুনুবিনা।

অর্থঃ সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্যে, যিনি আমাদেরকে স্বীয় রহমতে সুস্বাদু, সুমিষ্ট পানি পান করিয়েছেন এবং আমাদের গুনাহের কারণে তা তিক্ত ও লবণাক্ত করেননি।

 

ঘর থেকে বের হওয়ার দু‘আ – ২

ঘর থেকে বের হওয়ার দু‘আ – ২

উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লিমনি ওয়া সাল্লিম মিন্নি

অর্থঃ হে আল্লাহ! আমাকে নিরাপদ রাখো এবং আমার থেকে (অন্যদেরও) নিরাপদ রাখো

 

 

 

 

 

 

 

 

 

 

 

ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে

ঘরে প্রবেশ করার সময় সালাম দিবে

উচ্চারণঃআস্‌সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহ।

অর্থঃআল্লাহর পক্ষ হতে তোমাদের উপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হউক

 

খাবার সামনে এলে পড়বে

খাবার সামনে এলে পড়বে

উচ্চারণঃআল্লহুম্মা বারিক লানা ফি মা রযাক্বতানা ওয়াক্বিনা আজাবান্নার।

অর্থঃহে আল্লাহ! আপনি আমাদেরকে যে রিয্‌ক দান করেছেন তাতে বরকত দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন

 

খাওয়ার শুরুতে পড়বে

খাওয়ার শুরুতে পড়বে

উচ্চারণঃবিসমিল্লাহি ওয়াবারাকাতিল্লাহ্‌

অর্থঃআল্লাহ তা’আলার নামে শুরু করছি, এবং আল্লাহ তা’আলার বরকতের সাথে এ খাবার গ্রহণ করছি।

 

মেজবানকে শুনিয়ে এই দু‘আ পড়বে দাওয়াত খাওয়ার দু‘আ-২

মেজবানকে শুনিয়ে এই দু‘আ পড়বে দাওয়াত খাওয়ার দু‘আ-২

উচ্চারণঃআকালা ত্বোয়ামাকুমুল আবরার ওয়াছল্লাত আলাইকুমুল মালায়িকাহ্‌ ওয়া আফ্‌ তার ইন্দাকুমুছ ছ’য়িমুন।

অর্থঃআল্লাহ করুন যেন (এমনভাবে) নেককার লোকেরা তোমাদের খানা খায় এবং ফেরেশ্‌তাগণ যেন তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনার দু‘আ করে এবং রোযাদারগণ যেন তোমাদের বাড়িতে ইফতার করে।

 

পানি পান করার পর পড়বে

পানি পান করার পর পড়বে

উচ্চারণঃআলহাম্‌দু লিল্লাহিল্লাজি ছাকানা আজবান ফুরতান বিরহমাতিহ্‌ ওয়ালাম ইয়াজ্‌ আ’লহু মিলহান উজাজান বিযুনুবিনা।

অর্থঃসকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্যে, যিনি আমাদেরকে স্বীয় রহমতে সুস্বাদু, সুমিষ্ট পানি পান করিয়েছেন এবং আমাদের গুনাহের কারণে তা তিক্ত ও লবণাক্ত করেননি।

 

দুধ পান করার সময় পড়বে

দুধ পান করার সময় পড়বে

উচ্চারণঃআল্লাহুম্মা বারিক-লানা ফিহি ওয়াঝিদনা মিনহ্‌।

অর্থঃহে আল্লাহ! আপনি এই দুধের মধ্যে বরকত দান করুন এবং অধিক পরিমাণে দান করুন।

খাওয়ার শেষে পড়ার দু’আ

খাওয়ার শেষে পড়ার দু’আ

উচ্চারণঃআলহামদু লিল্লাা হিল্লাযী আত্ব ‘আমানাা ওয়া সাক্বাা নাা ওয়াজা ‘আলানাা মুসলিমীন।

অর্থঃসকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্যে যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন।

 

শোকার্তদের সান্ত্বনায় বলবে # ২

শোকার্তদের সান্ত্বনায় বলবে # ২

উচ্চারণঃআ‘যামাল্লাহু আজরাকা, ওয়া আহসানা ‘আযা-’আকা, ওয়াগাফারা লিমাইয়্যিতিকা।

অর্থঃআল্লাহ আপনার সওয়াব বর্ধিত করুন, আপনার (শোকার্ত মনে) সুন্দর ধৈর্য ধরার তাওফীক দিন, আর আপনার মৃতকে ক্ষমা করে দিন।