ফখরুলের মন্তব্য, ‘সরকার পাকিস্তানি নির্যাতনকে ছাড়িয়ে গেছে।’

জাতীয় টুডেঃ- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন বর্তমান সরকার পাকিস্তানি নির্যাতনকে ছাড়িয়ে গেছে।৫ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে তরিকুল ইসলামের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।’তরিকুল ইসলাম স্মৃতি সংসদ’ অনুষ্ঠানটি আয়োজন করে ।

মির্জা ফখরুল বলেছেন, “গণতন্ত্র ও বিরোধী রাজনীতিকে ধ্বংস করার জন্য সরকার সর্বশক্তি নিয়োগ করেছে।এই সরকার ২৬ লাখ মানুষকে আসামি করেছে। অসংখ্য মানুষকে গুম করেছে। তারা হাজারের অধিক মানুষকে পঙ্গু করেছে। সর্বশেষে ২৯ ডিসেম্বর রাতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছে। এখন দেশজুড়ে যে নির্যাতন-নিপীড়ন, সেটা অনেক সময় মনে হয় একাত্তরে পাকিস্তানির নির্যাতনকেও ছাড়িয়ে গেছে।”

তিনি আরো বলেন, “সরকার সচেতনভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। তারা এই দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়।”

‘বঙ্গবন্ধু রেল সেতু’ হবে যমুনায়

জাতীয় টুডেঃ যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার, বলেছেন রেলমন্ত্রী নুরুল হক সুজন।

নির্মাণ কাজ শুরুর চার বছরের মধ্যে সেতুর কাজ শেষ হবে।তিনি ৫ নভেম্বর মঙ্গলবার সকালে টাঙ্গাইলে যমুনা নদীর পূর্ব পাড়ে প্রস্তাবিত বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘ সেতুর নির্মাণ কাজ দুই ভাগে হবে। একটি ভাগ হবে নদীর পূর্ব অংশে। আর অপর ভাগ হবে পশ্চিম অংশে। ইতোমধ্যে টেন্ডার পক্রিয়া শেষ হয়ে গেছে। জাপানের তিনটি কোম্পানি টেন্ডারে অংশ নিয়েছে। যে কোম্পানি প্রথম হবে তারাই এই রেল সেতুর নির্মাণ কাজ করবে।’

আগামী বছর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শুরুর আগে বা পরে সেতুতে নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন, শহীদুল ইসলাম (টাঙ্গাইলের জেলা প্রশাসক ), সঞ্জিত কুমার রায় (পুলিশ সুপার) সহ রেলওয়ে বিভাগের কর্মকর্তারা।

দ্য ক্যাম্পাস টুডে।

কিশোর আলো অনুষ্ঠানে আবরার নিহত হওয়ার ঘটনায় আনিসুল হককে জিজ্ঞাসাবাদ

জাতীয় টুডে: দৈনিক প্রথম আলোর সাময়ীকি ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পর্শে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাত নিহতের ঘটনায় সাময়িকীটির সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাস বলেন, রেসিডেন্সিয়ালের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় আনিসুল হক ছাড়াও প্রত্যক্ষদর্শীদের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আনিসুল হককে কবে কখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা নির্দিষ্ট করে জানাতে রাজি হননি। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজন অনুসারে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত গত শুক্রবার বিকালে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।

আমরা দুজন জাস্টফ্রেন্ড, আমাদের অনেকবার পরকিয়া হয়েছে: ফাহমি

জাতীয় টুডে: নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মুহূর্তের কিছু অন্তরঙ্গ ছবি গত রাতে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে।

অনেক সমালোচনার পরে অবশেষে এ বিষয়ে মুখ খুললেন ইফতেখার আহমেদ ফাহমি। তিনি এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “হ্যা মিথিলা আর আমার পরকিয়া হয়েছে। একবার নয় অনেকবার। আর এটা নিয়ে মজা করার কিছুই নেই। আমরা দুজন জাস্টফ্রেন্ড।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ছবিগুলো শেয়ার করেন। তবে ইফতেখার ফাহমি বা মিথিলা এ বিষয়ে তখনো কোনো মন্তব্য করেননি।

এর আগে কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় এর সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যা বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে। দীর্ঘদিন সৃজিত আর মিথিলার খবর অনলাইন মাধ্যমে ভাসতে থাকে। এবার ফাহমির সঙ্গে মিথিলার ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

এতদিন সৃজিতের সঙ্গে সম্পর্কের বিষয় সবাই জানলেও এখন নতুন করে ফাহমির সঙ্গে মিথিলার ছবি দেখে স্যোশাল মিডিয়ায় শুরু হয়েছে নানা প্রশ্ন।

উল্লেখ্য, তাহসান ও মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৬ আগস্ট। তবে সংসারে একসময় অশান্তি দেখা দেয়। ২০১৫ সালের দিকে আলাদা থাকতে শুরু করেন তারা। তাদের ঘরে একমাত্র মেয়ে আয়রান।

 

দ্য ক্যাম্পাস টুডে।

বৃহস্পতিবার দেশে আসছে সাদেক হোসেন খোকার মরদেহ

জাতীয় টুডেঃ- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা।তার মরদেহ আগামী বৃহস্পতিবার দেশে আসবে। শায়রুল কবির খান (বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য ) সোমবার ৪ নভেম্বর রাত ১১ দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সাদেক হোসেন খোকার মরদেহ সকাল ৮ টা ১০ মিনিটে অ্যামিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে।

বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।প্রসঙ্গত, তিনি ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ফল প্রকাশ

জাতীয় টুডে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষায় সারাদেশে ১৫৭ টি কলেজের এক লাখ ৩৮ হাজার ৬৬৯ জন পরীক্ষার্থী মোট ১১৪ টি কেন্দ্রে ৩০ টি বিষয়ে অংশগ্রহণ করে। এরমধ্যে এক লাখ ৫ হাজার ৪৫৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৬.০৫ শতাংশ।
প্রকাশিত ফল বিকেল ৫টার পর যে কোন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে NUMF Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে জানা যাবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) ও (www.nubd.info) থেকে ফলাফল জানা যাবে।

ক্যাসিনোকাণ্ডের হোতা খালেদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

জাতীয় টুডে: সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনা ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা ও ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা যায় আজ সোমবার বিকাল ৩টায় রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে আনা হলে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। তা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এরপর রমনা থানার হেফাজতে রাখা হবে ।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জিজ্ঞাসাবাদ শুরু হয়, যা চলবে সাতদিনব্যাপী। মামলার বাদী দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল খালেদ মাহমুদ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

দুদকের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে খালেদের কাছ থেকে ক্যাসিনোকাণ্ডে জড়িত অন্যান্য ব্যক্তিবর্গের সম্পর্কে জানতে চাওয়া হবে। ক্যাসিনো পৃষ্ঠপোষকতার সঙ্গে কারা কারা জড়িত সেসব সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে। দুপুর ১২টায় দুদুকের একটি বিশেষায়িত টিম খালেদ কে কেরানীগঞ্জ কারাগার থেকে আনতে যাই।

দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত ২১ অক্টোবর খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে এ মামলা করেন। মামলাগুলোতে যথাক্রমে আগামী ১৯ নভেম্বর এবং ১৮ নভেম্বর প্রতিবেদন দাখিলের ধার্য তারিখ ঠিক করেছেন আদালত।

গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় খালেদ মাহমুদ ভূঁইয়াকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ আগামীকাল

জাতীয় টুডে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হবে আগামীকাল। রবিবার (৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালকের বিজ্ঞপ্তিতে এ প্রকাশ করা হয় ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসএমএসের মাধ্যমে ৫ নভেম্বর বিকাল ৪টা থেকে ফল জানা যাবে। এ জন্য যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। একই দিন রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত আবেদনকারীদের বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে না। এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১১ নভেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।

ছয় মাসের জামিন পেলেন লতিফ সিদ্দিকী

 

সারাদেশ টুডে: সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরোদ্ধে বগুড়ায় দুদকের দায়ের করা মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানিয়েছেন, এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

গত ১ অক্টোবর হাইকোর্টের আরেকটি বেঞ্চ লতিফ সিদ্দিকীর জামিন আবেদন ফেরত দিয়েছিলেন। গত ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন আব্দুল লতিফ সিদ্দিকী।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদিঘী থানায় পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

 

জাতীয় টুডে: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হলেন ক্বারী শহীদুল ইসলামকে (৪৮) । রোববার রাতে ফতুল্লার কাশীপুর হোসাইনীনগর এলাকার ছাফিনাতুল উম্মাহ মহিলা মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার শহীদুল ইসলাম নোয়াখালীর হাতিয়া থানার সন্দ্বীপের কামাল উদ্দিনের ছেলে।

জানা যায় , কাশিপুর ছাফিনাতুল উম্মাহ মহিলা মাদরাসার শিক্ষক ক্বারী শহীদুল ইসলাম কৌশলে বিভিন্ন ক্লাসের ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন। শিশুরা অনেকে বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও উঠতি বয়সের মেয়েরা বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি। তাই রোববার কয়েকজন ছাত্রী একত্রিত হয়ে তাদের অভিভাবকদের ঘটনাটি জানায়।

পরে ছাত্রীদের অভিভাবকরা একত্রিত হয়ে স্থানীয় চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের কাছে বিচার দেন। পরে ছাত্রীদের মুখ থেকে ঘটনার বিস্তারিত শোনার পর তিনি থানায় খবর দেন। পরে পুলিশ স্থানীয় চেয়ারম্যান, ভুক্তভোগীসহ তাদের পরিবারের উপস্থিতিতে মাদরাসা কর্তৃপক্ষকে হাজির করে ঘটনার বিস্তারিত শুনে শিক্ষক ক্বারী শহীদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুল হক বাদী হয়ে শিক্ষকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার রায় জানান, মাদরাসা শিক্ষক শহীদুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।