খালেদা জিয়া ও ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাৎ নিয়ে যা বললেন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’

জাতীয় টুডেঃ কারাবন্দি খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছেন। মেডিকেলে তার সঙ্গে সাক্ষাতের অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা কথা বলেছেন।

আজ সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের ৮ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এ বিষয়ে মন্ত্রী তার কক্ষে সাংবাদিকের সঙ্গে কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা খালেদা জিয়ার অসুস্থতার সংবাদ জানতে ও তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। আ স ম আবদুর রবের নেতৃত্বে কয়েকজন এ বিষয়ে কথা বলতে এসেছিলেন। আমি তাদের বলেছি আইজি প্রিজনস জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির চেয়ারপারসনকে দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসায় কোনো গাফিলতি করা হচ্ছে না। যে চিকিৎসকরা তাকে আগে দেখতেন, বর্তমানেও তারাই আছেন।

সাংবাদিকরা জেল কোড অনুসরণ করলে আত্মীয়-স্বজনের বাইরে খালেদা জিয়ার সঙ্গে অন্যদের দেখা করার সুযোগ কম, বিষয়টি উল্লেখ করলে মন্ত্রী বলেন, অনেকেই তো উনার (খালেদা জিয়া) সঙ্গে দেখা করেছেন, এ বিষয়টি আইজি প্রিজনস দেখবেন।

দ্য ক্যাম্পাস টুডে।

‘বালিশকাণ্ডের মতো কলঙ্কজনক কাজ যেন পুনরাবৃত্তি না হয়’

জাতীয় টুডেঃ বালিশকাণ্ডের মতো কলঙ্কজনক কাজ যেন তার উন্নয়নমূলক কাজের মধ্যে পুনরাবৃত্তি না হয় এ বিষয়ে সতর্ক করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান।

আজ শনিবার সিলেট সদরে সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি সম্পর্কে বার্তা দিয়ে এ মন্তব্য করেন তিনি।

ক্রয়ের সঙ্গে জড়িত সবাইকে কেনাকাটা ও খরচে হিসাবি হওয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, “সব মানুষ দেখে ও বোঝে। তারা আমাদের পিঠে দাঁড়িয়ে আছে। এটা মনে রেখে আমাদের ব্যয় করতে হবে।”

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন,”সরকার উন্মুখ হয়ে, রেডি হয়ে বসে আছে। সরকারকে বেশি তদবির করার প্রয়োজন হবে না। ভালো প্রকল্প নিয়ে আসবেন, বুঝিয়ে বলবেন, আপনাদের প্রকল্প দ্রুত পাস করা হবে। টাকার অবস্থা আমাদের খুব ভালো। টাকারও সংস্থান করতে পারব।”

“শর্ত শুধু একটাই, এই টাকাকে যথাযথভাবে ব্যয় করতে হবে। প্রতিটি টাকার হিসাব সংরক্ষণ করতে হবে। অডিট নিরীক্ষা করতে হবে। এটা জনগণের টাকা, সার্বিকভাবে এটা মাথায় রাখতে হবে। এই টাকার মালিক বাংলাদেশের সব মানুষ। এই টাকার হিসাব বাংলাদেশের মানুষের সামনে দিতে হবে।”

দ্য ক্যাম্পাস টুডে।

রাষ্ট্রপতি ৮ দিনের সফরে জাপান যাচ্ছেন রবিবার

জাতীয় টুডেঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাপান নতুন সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে ৮ দিনের সফরে রবিবার দুপুরে টোকিও যাচ্ছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, “রবিবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল হামিদ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।” চলতি মাসের ২৭ তারিখে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

জয়নাল আবেদীন গণমাধ্যমকর্মীদের আরও জানান, ‘জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি অন্যান্য দেশের সরকার-রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি।’

উল্লেখ্য, নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদ, সম্রাট এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেওয়া ভোজে অংশ নেবেন।

দ্য ক্যাম্পাস টুডে।

পদ্মায় ইলিশ শিকারকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ গোলাগুলি

জাতীয় টুডেঃ পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় ভারতীয় এক জেলে আটককে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট এলাকায় পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে তিনি আটক জেলের নাম জানাননি। কত রাউন্ড গুলি বিনিময় হয়েছে বা এতে কেউ হতাহত হয়েছে কি না সেটাও জানাননি মেজর আসিফ বুলবুল।

মেজর আসিফ বুলবুল বলেন, ”একজন ভারতীয় জেলে আমাদের হাতে আটক রয়েছেন। শুনছি গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বিকালে দুই বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। তার পরই বিস্তারিত বলা যাবে।”

এদিকে ভারতীয় জেলেকে আটক করে বিজিবির চারঘাট করিডর সীমান্ত ফাঁড়িতে আনা হয়েছে। জব্দ করা হয়েছে তার ইলিশ শিকারের জালও।

দ্য ক্যাম্পাস টুডে।

বিশ্ববিদ্যালয়গুলো তদারকি ও অনুমোদনে ইউজিসিকে ‘কঠোর’ হওয়ার নির্দেশ

জাতীয় টুডেঃ বিশ্ববিদ্যালয় তদারকি এবং অনুমোদনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) কঠোরভাবে আইন অনুসরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । এর পাশাপাশি বেসরকারি কলেজগুলোকে ইউজিসির নজরদারিতে আনার নির্দেশও দেন শেখ হাসিনা

বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বলেন, ”সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়েকেই যথাযথ আইন অনুযায়ী চলতে হবে। একই সঙ্গে বেসরকারি কলেজগুলোকে ইউজিসির নজরদারিতে আনতে হবে। এছাড়া কমিশনের ক্ষমতা ও সামর্থ্য বাড়ানোর আশ্বাসও দেন তিনি।”

সাক্ষাৎকালে ইউজিসি চেয়ারম্যান বলেন, ”কমিশন একটি গবেষণা নীতিমালা তৈরি করেছে। ঠিকমতো আইন-কানুন অনুসরণ করছে কিনা, সেটা নজরদারি করতে ইউজিসি ৩০টি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করেছে।”

দ্য ক্যাম্পাস টুডে ।

রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় টুডেঃ দেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সাধারণত প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দেন তিনি। এরপর চলতি মাসের ৩ থেকে ৬ অক্টোবর ভারত সফরে যান শেখ হাসিনা।

জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা সঙ্কট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গা সঙ্কটে বিশ্বনেতাদের মনোযোগ আকর্ষণ করেন। এছাড়া ভারত সফরে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর করেন তিনি।

দ্য ক্যাম্পাস টুডে।

চলতি মৌসুমে ইলিশ শিকারের দায়ে ১৫ জেলেকে ‘কারাদণ্ড’

জাতীয় টুডেঃ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার সময় জেলেদের কাছ থেকে প্রায় ২০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা।

বুধবার (১৬ অক্টোবর) সকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা সদরের ইলিশা ও ভেদুরিয়ার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার করার সময় ১৫ জেলেকে আটক করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, “৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর” পর্যন্ত ইলিশ প্রজনন মৌসুম তাই ইলিশ শিকার, বিক্রি, মজুদ, পরিবহন ও বাজারজাত করার ওপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন
আটককৃতদের প্রত্যক জেলেকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করেন ।

দ্য ক্যাম্পাস টুডে।

আবারও ১০ দিনের রিমান্ডে সম্রাট

জাতীয় টুডেঃ ক্যাসিনোর ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের আবারও দশ (১০) দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ইসমাইল হোসেন সম্রাটকে আদালতে হাজির করা হলে তার মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন তার সমর্থকরা।সেই সময় তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

দ্য ক্যাম্পাস টুডে।

‘তেজস্ক্রিয়’ বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার চূড়ান্ত অনুমোদন

জাতীয় টুডেঃ “তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা” জাতীয় নীতির খসড়া অনুমোদন চূড়ান্ত দিয়েছে মন্ত্রিপরিষদ। এ নীতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।

আজ সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

পারমাণবিক জ্বালানি যেসব দেশ থেকে সংগ্রহ করা হবে, সেসব দেশেই ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ফেরত পাঠানো হবে। রূপপুর পারমাণবিক প্রকল্পের বর্জ্য চুক্তি অনুযায়ী রাশিয়া এসব বর্জ্য নিয়ে যাবে এবং সেখানেই ধ্বংস করবে।

সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সকল তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানির স্বাস্থ্যকর ও নিরাপদ ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করেছে। খসড়া নীতিমালায় এ ব্যবস্থাপনায় একটি কোম্পানি গঠনের কথা বলা হয়েছে।

এ দিন ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন-২০১৯’
এবং ‘বাংলাদেশ বাতিঘর আইন-২০১৯’ এর খসড়ার চূড়ান্ত পেয়েছে।

দ্য ক্যাম্পাস টুডে।

স্থানীয় জেলেরা অসহায়: ‘বাংলাদেশ থেকে ইলিশ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয়রা’

জাতীয় টুডেঃ বঙ্গোপসাগরে বাংলাদেশ পানিসীমায় ঢুকে অবাধে ইলিশ মাছসহ অন্যান্য মাছ ধরে নিয়ে যাচ্ছে ভারতীয় জেলেরা। বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা হচ্ছে। পাশের দেশের জেলেরা এই ইলিশ ধরছে বলে অভিযোগ উপকূলের জেলেদের।

মৎস্য বিভাগের দাবি, প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে সতর্ক তারা। তবে, সমুদ্রসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশের কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

প্রজনন মৌসুমে আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা মেনে জাল গুটিয়ে বসে আছেন দেশের জেলেরা। এদিকে নিষেধাজ্ঞা সময়টাতে বসে নেই ভারতীয় জেলেরা।

তাদের অভিযোগ, প্রতিদিনই শত শত ভারতীয় ট্রলার বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে ইলিশ শিকার করে নিয়ে যাচ্ছে। একই অভিযোগ ট্রলার মালিক সমিতিরও।

ইলিশ শিকার থেকে বিরত বরগুনার ৪৫ হাজার জেলেদের মধ্যে ৩৫ হাজার জেলেকে সহায়তা দেবে মৎস্য বিভাগ।