অনলাইনেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাবির কলা অনুষদ

ক্যাম্পাস টুডে ডেস্কঃ

মহামারীর সঙ্কট বিবেচনায় শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক গঠিত কমিটি।

এ সময় প্রয়োজনীয় ও গ্রহেণযোগ্যতা বিবেচনায় পরীক্ষা দিতে অসমর্থ হওয়া শিক্ষার্থীদের সর্বোচ্চ তিনবার পর্যন্ত পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে। তবে সেক্ষেত্রে জরিমানা ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারবেন তারা।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে আয়োজিত অনলাইনে সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা গ্রহণ বিষয়ক অনুষদ কর্তৃক গঠিত কমিটির ভার্চুয়াল সভায় এসব সুপারিশ উঠে এসেছে।

গত ৬ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুসারে এবং কলা অনুষদের অনলাইনে সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা গ্রহণ বিষয়ক কমিটির ১৬ মে-র সভার প্রস্তাবের ভিত্তিতে এ সুপারিশ করা হয়েছে।

ফ্যাকাল্টির সভায় পরীক্ষা ৩০ নম্বরের জন্য ১ ঘণ্টায় পরীক্ষা গ্রহণের প্রস্তাব দেয়া হয়। পাশাপাশি সেই ৩০ নম্বরকে ৬০ নম্বরে কনভার্ট করার কথা বলা হয়েছে। তবে কোনো বিভাগ চাইলে ৬০ নম্বরের পরীক্ষা নিতে পারে। পরীক্ষা নেয়ার সময় শিক্ষার্থীদের স্বচ্ছতা নিশ্চিতে মোবাইল ফোনের ভিডিও অন করে রাখতে হবে।