আগামী ১৮ অক্টোবর থেকে বশেমুরবিপ্রবিতে অনলাইন ক্লাস শুরু : উপাচার্য

 

সাগর দে


প্রায় ২ মাস বন্ধ থাকার পর আগামী ১৮ অক্টোবর থেকে আবারও শুরু হতে যাচ্ছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অনলাইন শিক্ষা কার্যক্রম।

বিষয়টি নিশ্চিত করে বশেমুরবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ.কিউ.এম মাহবুব বলেন, গতকাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, ডিনদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে আগামী( ১৮ অক্টোবর) রবিবার থেকে সকল বিভাগের অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আগামী দুই এক দিনের মধ্যেই সকল বিভাগে অনলাইন ক্লাসের জন্য নোটিশ পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বল্প মূল্যে ডাটা বা বিনা সুদে স্মার্টফোন দেওয়ার ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে চাইলেই দ্রুত কিছু করা সম্ভব না। এটা সময়সাপেক্ষ ব্যাপার। তবে আমরা দরিদ্র শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠিয়ে দিয়েছি। এখন তারা যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। তবে তাদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকলে তো চলবে না। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে এই অনলাইন ক্লাস নিয়মিত হবে বলে আশা করি।

এসময় অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, শুনেছি ২০ থেকে ২৫ শতাংশ অনলাইন ক্লাসে উপস্থিত হয় তবে নিয়মিত অনলাইন ক্লাস শুরু হলে অনুপস্থিতির সংখ্যা কমে যাবে বলে আশা করি।

এর আগে ইউজিসির নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু করেছিলো বশেমুরবিপ্রবি। ক্লাসগুলোতে প্রথমদিকে শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৫০-৬০ শতাংশ থাকলেও এক পর্যায়ে সেটি ১০-২০ শতাংশেরও নিচে নেমে আসে। এর ফলে তিন থেকে চারটি বিভাগ ব্যতিত প্রায় সকল বিভাগই অনলাইন ক্লাস নেয়া বন্ধ করে দেয়।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, মূলত ডিভাইস সংকট, আর্থিক সক্ষমতা না থাকা, নেটওয়ার্ক সমস্যা এবং নির্দিষ্ট ক্লাস রুটিন ও শিক্ষা পরিকল্পনার অভাবেই অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। শিক্ষার্থীরা মনে করেন খুলনা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত বশেমুরবিপ্রবিও যদি শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা প্রদান করে তাহলে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু আগামী ১৫ অক্টোবর

 

ক্যাম্পাস টুডে ডেস্ক

দীর্ঘ ৬ মাস পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভার্চুয়াল বা অনলাইন ক্লাস চালু হচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এবং ভেটেরিনারি অনুষদের লেভেল-৫, সেমিস্টার-১ এর অনলাইন ক্লাস শুরু হবে।

সোমবার (১২ অক্টোবর) স্ব স্ব অনুষদীয় ডিন কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় , বর্তমানে কোভিড-১৯ এর জন্য পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা পরিষদের বিশেষ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এমন সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন ক্লাস অনেক আগে থেকেই চালু হলেও বাকৃবিতে তা মাত্রই শুরু হতে চলেছে। তবে শিক্ষার্থীদের কথা ভেবে দীর্ঘদিন পর হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এমন সিদ্ধান্ত নিয়েছে তাতে করে আমরা খুশি। অনলাইনের মাধ্যমে দ্রত ক্লাসগুলো নিয়ে নিলে সেশন জট আমরা মুক্তি পাব।