অনুমোদন পেলে খুলনা বিশ্ববিদ্যালয়েই হবে Covid-19 Test!

 

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়েই এবারে শুরু হতে চলেছে করোনার পরীক্ষা। এজন্য বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর মেশিনে চলছে করোনা পরীক্ষার জোর প্রস্তুতি।

গতকাল (১০ জুন)খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ আজ কেন্দ্রীয় গবেষণাগার পরিদর্শনকালে বিষয়টি নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অপেক্ষা শুধু সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় কিটের।

তিনি আরও বলেন, যথাযথ প্রক্রিয়ায় অনুমোদন লাভে কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস্ত করেন ।

উপাচার্য প্রথম করোনা পরীক্ষার আগ্রহ প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এরপর কয়েকজন সিনিয়র শিক্ষক ও করোনা পরীক্ষার নমুনা দেন।

সব ঠিক থাকলে খুব দ্রুতই খুবিতে শুরু হবে করোনা পরীক্ষা।

শিক্ষার্থীদের মশাল মিছিল, বিশ্ববিদ্যালয়ে ক্রমেই বাড়ছে অস্থিরতা

বশেমুরবিপ্রবি টুডে


বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের (ইউজিসি) নিরবতার প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বিভাগ অনুমোদনের দাবিতে মশাল মিছিল করেছেন। বিভাগটির অনুমোদনের দাবিতে ১১তম দিনের মতো অবস্থান কর্মসূচি নিয়েছেন তাঁরা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় ক্যাম্পাসে মশাল মিছিল বের করেন বিভাগটির শিক্ষার্থীরা। এসমস্ত শিক্ষার্থীরা বলেন, যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ইতিহাস বিভাগের অনুমোদন না দিবে ততদিন আন্দোলন চলবে।

প্রশাসনিক ও একাডেমিক ভবন তালাবদ্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ, ফলে শঙ্কায় ভুগছেন সাধারণ শিক্ষার্থীরা। অনেকে পড়ালেখা শেষ করে অফিস থেকে প্রয়োজনীয় কাগজ নিতে পারছেন না। ফলে এক ধরনের অস্থিরতা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে।

বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থী আদিব হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার দ্রুত সমাধান চাই। এভাবে এত সমস্যা নিয়ে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না।

বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ইউজিসির সাথে পরবর্তী বৈঠকে ইতিহাস বিভাগের অনুমোদনের বিষয়ে পুনরায় আলোচনা করা হবে।