গভীর রাতে অসহায়দের মাঝে নবাবগঞ্জের ইউএনও নাজমুন নাহার

সারাদেশ টুডে


করোনা ভাইরাসের তাণ্ডবে দেশের কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার।

উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ এলাকায় বেদে জনগোষ্টিসহ আশেপাশের গ্রামের কর্মহীন দরিদ্র অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী হাতে তুলে দেন তিনি। এমন পরিস্থিতিতে গভীর রাতে ইউএনওকে খাদ্য সামগ্রী নিয়ে তাদের বাড়িতে দেখে অসহায় মানুষগুলি যেমন অবাক তেমন খুশিতে আত্মহারা হন।

খাদ্য সামগ্রী বিতরণে সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম। তিনি জানান, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত অর্থ থেকে প্রতিটি অসহায় মানুষকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, হাফ কেজি লবণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন, “দেশের জাতীয় দুর্যোগকালীন পরিস্থিতিতে কর্মহীন দরিদ্র ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছি। এতে করে প্রকৃত অসহায় ব্যক্তিরা খাদ্য সামগ্রী পাচ্ছেন। অপর দিকে খাদ্য সামগ্রী নিতে ঝুঁকি নিয়ে কাউকে ঘর থেকে বের হতে হচ্ছেনা।”

তিনি আরো বলেন, “এ ভাবে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে কর্মহীন দরিদ্র অসহায়দের মাঝে খাদ্য পৌঁছিয়ে দেয়া হবে।”

সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ইউ,পি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, ইউ,পি সদস্য মোঃ আশরাফুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নিজের বিয়ের কার্ড দিতে গিয়ে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

সারাদেশ টুডে


আনন্দের জোয়ার বইছে চারিদিকে, আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিয়ে। নতুন করে সাজাবে জীবন কিন্তু দুর্ভাগ্য নিজের বিয়ের কার্ড দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন তাসলিমা আক্তার (২৩) নামে এক স্কুলশিক্ষিকা। জানা গেছে, এ দুর্ঘটনায় তার ভাই অক্ষত রয়েছেন।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন।

নিহত তাসলিমা নোয়াখালী সরকারি কলেজের পড়ালেখার পাশাপাশি উপজেলার দক্ষিণ পূর্ব চরলক্ষ্মী আশ্রয়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি চরক্লার্ক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের মৃত নূর রহমানের মেয়ে।

জানা যায়, আগামী ২২ ফেব্রুয়ারি স্কুলশিক্ষিকা তাসলিমার বিয়ের দিন ধার্য ছিল। নিজের বিয়ের কার্ড নিয়ে ভাইয়ের মোটরসাইকেলে চড়ে বাড়ির পাশের একটি স্কুলে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলেন তিনি। চৌরাস্তা এলাকায় হঠাৎ রাস্তা সামনে চলে আসা একটি কুকুরের সঙ্গে মোটরগসাইকেলটির ধাক্কা লাগে। মোটর-সাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাসলিমা আক্তারের মৃত্যু হয়।

বাজার শেষে মেয়েকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না বাবার

সারাদেশ টুডে


নেত্রকোনার দুর্গাপুরে বালিবাহী ট্রাকচাপায় আবিদা সুলতানা ইশা নামে এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় নিহত ইশা উপজেলার কৃষ্ণচর গ্রামের মাওলানা শরিফুল আলমের কন্যা।

আজ মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পৌর শহরের উৎরাই বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেলে করে বাবা ও মেয়ে উৎরাইল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বালুবোঝাই একটি ট্রাক পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে শরিফুল আলম ও ইশা সড়কের ওপর পড়ে যান। বালিবাহী ট্রাকটি মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার পরে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে মালবাহী ট্রাক চলাচল বন্ধ আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি(তদন্ত) মীর মাহাব্বুর রহমান। তিনি জানান, বালিবাহী ট্রাকটি হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও চালককে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গায়ে আগুন দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর আত্মহত্যা

ক্যাম্পাস টুডে ডেস্ক- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে কমলা আক্তার (১৫) নামে মাধ্যমিক পরীক্ষার্থী! শনিবার বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কমলা উপজেলার মলাজানি গ্রামের সৌদি আরবপ্রবাসী নূরুল ইসলামের মেয়ে তিনি।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল কমলার। শনিবার বিকেলে কমলার মা মনোয়ারা বেগম বাড়ির পাশের মাঠে ছাগল চরাতে যান। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে ঘরের দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় সে। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, কী কারণে কিশোরী আত্মহত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।