সারাদেশ টুডে
করোনা ভাইরাসের তাণ্ডবে দেশের কর্মহীন হওয়া অসহায় দরিদ্রদের গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ নাজমুন নাহার।
উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাঁচদহ এলাকায় বেদে জনগোষ্টিসহ আশেপাশের গ্রামের কর্মহীন দরিদ্র অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী হাতে তুলে দেন তিনি। এমন পরিস্থিতিতে গভীর রাতে ইউএনওকে খাদ্য সামগ্রী নিয়ে তাদের বাড়িতে দেখে অসহায় মানুষগুলি যেমন অবাক তেমন খুশিতে আত্মহারা হন।
খাদ্য সামগ্রী বিতরণে সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম। তিনি জানান, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত অর্থ থেকে প্রতিটি অসহায় মানুষকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, হাফ কেজি লবণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন, “দেশের জাতীয় দুর্যোগকালীন পরিস্থিতিতে কর্মহীন দরিদ্র ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে খাবারের প্যাকেট পৌঁছে দিয়েছি। এতে করে প্রকৃত অসহায় ব্যক্তিরা খাদ্য সামগ্রী পাচ্ছেন। অপর দিকে খাদ্য সামগ্রী নিতে ঝুঁকি নিয়ে কাউকে ঘর থেকে বের হতে হচ্ছেনা।”
তিনি আরো বলেন, “এ ভাবে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে কর্মহীন দরিদ্র অসহায়দের মাঝে খাদ্য পৌঁছিয়ে দেয়া হবে।”
সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ইউ,পি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, ইউ,পি সদস্য মোঃ আশরাফুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।