ক্যাম্পাস টুডে ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা এক লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ক্যাম্পাস দোকানিদের।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আলোড়িত ৩০, অদম্য ৩১, বন্ধন ৩২ ও সঞ্জিবনী ৩৩-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
শনিবার দুপুরে ক্যাম্পাসের আমতলায় আনুষ্ঠানিকভাবে দোকানিদের হাতে নগদ অর্থ তুলে দেন উক্ত সংগঠনের শিক্ষার্থীরা।
অর্থ বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহের প্রতিপাদ্য ছিল ‘হাসিমুখে ঈদ’।
বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত ৭৫ জন দোকানি ও দোকান সহকারীর মধ্যে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয় এবং ১০ জন নারী দোকানি ও দোকান সহকারীকে শাড়ি উপহার দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনগুলোর প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।