স্কুল শিক্ষার্থী সোহান ফেরদৌসকে বাঁচাতে মায়ের আকুতি

ফরিদপুর প্রতিনিধি


ফরিদপুর জিলা স্কুলের মেধাবী ছাত্র এসএসসি পরীক্ষার্থী সোহান ফেরদৌসকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার দিনমজুর মাতা। সোহান ফরিদপুর জিলা স্কুলের দিবা শিফট থেকে ২০২০ সালের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করার কথা ছিলো তার।

কিন্তু গতমাসে একদিন হঠাৎ করে পেটে ব্যাথার শিকার হলে তার মা তাকে ফরিদপুরের স্থানীয় সৌদি বাংলা হসপিটালে নিয়ে আসে কর্তব্যরত ডাক্তার তাদের জানান যে, সোহানের এপেন্ডিসাইটিস হয়েছে এজন্য তাকে জরুরী অপারেশন করতে হবে, তারপর অপারেশন করা হয়। কিন্তু সেলাই খোলার পর থেকে তার পেটে প্রচন্ড ব্যাথা অনুভব করতে থাকে। এর পর তাকে সৌদি বাংলা হসপিটাল থেকে নেওয়া হয় সমরিতা প্রাইভেট হসপিটালে সেখান থেকে এখন নেওয়া হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

এফএমসির কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা যায়, সম্ভবত ডাক্তারের ভুল চিকিৎসার কারনে মেধাবী ছাত্র সোহানের লিভার ও কিডনি সহ নানান জটিলতায় রোগে ভুগছে।আমরা পরীক্ষা নীরিক্ষা ছাড়া নিশ্চিত হয়ে কিছুই বলতে চাচ্ছি না।

ফরিদপুর মেডিকেল কলেজের অন্য এক চিকিৎসক ডাঃকামাল উদ্দীন আহমেদ তাকে উন্নত চিকিৎসা করার জন্য খুব শিগরিই ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন।ঢাকায় তার চিকিৎসা করাতে খরচ হবে আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকা।যা তার দরিদ্র মাতার পক্ষে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না।

তাই দরিদ্র এই অসহায় মাতা ছেলেকে বাঁচাতে এলাকাবাসি ও সমাজের সকল শ্রেনীর বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।যাতে করে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করাতে পারেন।


সাহায্য পাঠানোর ঠিকানা-
বিকাশঃ ০১৭১৪২২১০৩৩ (সোহানের মাতা)।


তীব্র শীতে বশেমুরবিপ্রবিতে আন্দোলন অব্যাহত, ৩ শিক্ষার্থী গুরুতর অসুস্থ

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল জোবায়ের এর পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি চলমান সময়ে তিন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়েছেন।

তাদের চিকিৎসা দেওয়া জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন- উর্মিলা, ইশতিহার, তাজরি। তারা সকলে ওই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চেয়ারম্যানের পদত্যাগের দাবি সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু করে। এসময় তিন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তাদেরকে দাবি আদায়ের স্বপক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। টানা ৭ম দিনের মত তারা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

এসময় শিক্ষার্থীরা আবদুল্লাহ আল জোবায়ের এর বিরুদ্ধে অকারণে কারণ দর্শানো নোটিশ প্রদান, শিক্ষার্থীদের বাক-স্বাধীনতা হরণ, মানসিকভাবে হয়রানি, ব্যক্তিগত আক্রোশ থেকে পরীক্ষার ফলাফলের উপর প্রভাব, ল্যাব প্রতিষ্ঠায় ব্যর্থতা, নৈতিক স্থলনসহ বিভিন্ন অভিযোগ দায়ের করেন।

অবস্থানরত ৩য় বর্ষের শিক্ষার্থী সারোয়ার জাহান বলেন, ‘আমরা ভয়ের সংস্কৃতির মধ্যে আছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’

বিজিই চেয়ারম্যান আব্দুল্লাহ আল জোবায়য়ের অভিযোগের বিষয়ে বলেন, “কিছু সীমাবদ্ধতার কারণে অনেক কাজ করা সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার।”