সরকারি ১০ টাকার ৬৮ বস্তা চালসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

সারাদেশ টুডে


মাদারীপুরের শিবচর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৬৮ বস্তা (৫১ মণ) চাল জব্দ করা হয়েছে। —দেশ রুপান্তর।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করেন।

উপজেলার শেখপুর বাজার থেকে শনিবার রাত সাড়ে নয়টার দিকে চালসহ আবু বক্কর সিদ্দিকী নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি বাশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। রবিবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শিবচর উপজেলার শেখপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. রকিবুল ইসলাম, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ও মাদারীপুর র‌্যাব-৮ এর একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে প্রশাসনের একটি দল জানতে পারে যে, ১০ টাকা দরের কিছু চাল কালোবাজারে বিক্রির জন্য ডিলার তার নিজ দোকানে না রেখে অন্য জায়গায় মজুদ করেন। পরে প্রশাসন বাজারে অভিযান চালিয়ে আবুবক্কর সিদ্দিকীর মালিকানাধীন ৬৮ বস্তা চাল অন্য দোকান থেকে উদ্ধার করে।

শিবচর বাশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মুন্সি বলেন, মাসুম মোল্লার
ঘটনাটি আমি শুনছি। তিনি বাশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগে সাধারণ সম্পাদক ছিলেন। এখন যুবলীগ করেন তবে, এখনো কোনো কমিটি করা হয় নাই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, আমরা গোপন-সংবাদের ভিত্তিতে জানতে পারি। ওই বাজরে কিছু চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্য মজুদ করে রেখেছে। আমরা রাতেই অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে ৬৮ বস্তা চালসহ আবুবক্কর সিদ্দিক নামের একজনকে আটক করি।

স্কুলের সামনে থেকে ইয়াবাসহ শিক্ষক আটক, আদালতে প্রেরণ

সারাদেশ টুডে


আজাদ সরদার ওরফে আজিম (২৫) নামের এক স্কুলশিক্ষককে ইয়াবাসহ গ্রপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ মুনস্টার কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক।

আজ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাখন রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাখন রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আজাদ সরদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুনস্টার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ. হামিদ জানান, আজিম প্রায় দুই বছর যাবৎ তার শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাদকসহ তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনে কর্তৃপক্ষ জরুরি সভা করে তাকে শিক্ষকের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।