আবরার হত্যার ময়নাতদন্তকারী চিকিৎসকসহ দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

ক্যাম্পাস টুডে ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় ময়নাতদন্তকারী ডাক্তার মাসুদ এলাহীসহ দুই জন সাক্ষ্য দেবেন আজ।

আজ রবিবার বেলা ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচাররক আবু জাফর মোঃ কামরুজ্জামানের আদালতে ২৫ আসামির বিরুদ্ধে এ সাক্ষ্য গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর আগে গত চার দিন টানা সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ সহ রাষ্ট্র পক্ষের চারজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য গ্রহণ শেষে ২৫ আসামির পক্ষে তাদের আইনজীবীরা রাষ্ট্র পক্ষের সাক্ষীদের জেরা করেন।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে বিধান রেখে অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় অভিযুক্ত ২৫ আসামির তিন জন পলাতক আর ২২ আসামি কারাগারে রয়েছে।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।