আজ আর্জেন্টিনা-উরুগুয়ের ম্যাচ যেভাবে দেখবেন

খেলাধুলা টুডেঃ আজ রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি উরুগুয়ে ও আর্জেন্টিনা। মেসি-সুয়ারেজদের এই দ্বৈরথটি হবে ইসরায়েলের তেল আবিবের ব্লমফিল্ড স্টেডিয়ামে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সোমবার রাত ১টা ১৫ মিনিটে।উরুগুয়ের বিপক্ষে এ পর্যন্ত ১৮৮টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে ৮৭টি ম্যাচ জিতেছে এবং ৫৭টি ম্যাচ হেরেছে; বাকি ৪৪টি ম্যাচ ড্র করেছেন দুবারের লা আল্বিসেলেস্তারা ।

আর্জেন্টিনা-উরুগুয়ের মহারণ দেখা যাবে বেইন স্পোর্টসের অনলাইন ও ফেইসবুকে। এছাড়া মোবাইলে কিংবা স্মার্ট গুগল টিভিতে খেলা দেখতে পারবেন। খেলাটি দেখা যাবে টোটাল স্পোর্টেকের ওয়েবসাইটে। দেখা যাবে ইউটিউবেও।