গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪০ বাসযাত্রী আহত

টিসিটি রিপোর্ট: গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (১ জুন) সকালে জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় পৃথক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলাধীন শিবগাতি এলাকায় ঢাকাগামী সূর্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১৮ জন যাত্রী আহত হয়। পরে গুরুতর আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

একই মহাসড়কের মুকসুদপুর উপজেলাধীন গেড়াখোলা নামক এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সেখানে ২২ যাত্রী আহত হয়।

পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। একই সঙ্গে গুরুতর আহত ৪ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ও মুকসুদপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে।

সুনামগঞ্জে দুই পক্ষের সংর্ঘষে নারীসহ ২০ জন আহত, আটক ৫

ক্যাম্পাস টুডে ডেস্ক


আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়েছেন খেলন মিয়া, খুদেজা বেগম ও রাজন মিয়া। গুরুতর আহত সবাইকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউপির নয়নগর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, এদিন বিকেলে নয়নগর গ্রামের কাদির মিয়া-আজগর আলীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় ‘অস্ত্রশস্ত্র’ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। সংঘর্ষের সময় একপক্ষ অপরপক্ষের বাড়িঘরে হামলা-পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

বাস দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৪০ শিক্ষার্থী আহত

ইবি প্রতিনিধি


শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)শিক্ষক, চালকসহ ৪০শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়ায় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘঠে। আহতদের মধ্যে বাস চালকের অবস্থা আশঙ্কাজনক। বাস চালককে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অন্যান্য আহতদের কুষ্টিয়া সদর হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিভাগীয় সূত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি, বুধবার এগ্রি বিজনেস বিষয়ে ফিল্ড ওয়ার্কের জন্য বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মিক্ষার্থীরা নওগাঁ যান। ফিল্ড ওয়ার্ক শেষে নওগাঁ থেকে সন্ধ্যার দিকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেয়। বাসটি কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় আসলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে খবর পেয়ে বিজিবি, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে।

ইবির চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিক্যাল অফিসার ড. মো. পারভেজ হাসান জানান, বিভাগের আহত শিক্ষক, শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হয়েছে। গুরতর আহত ৩ জনকে কুষ্টিয়া স্থানান্তর করা হয়েছে।

পাওনা টাকার জের ধরে কলেজছাত্রকে ছুরিকাঘাত

সারাদেশ টুডে


রাজশাহীতে পাওনা টাকার জের ধরে সোহান নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করা হয়েছে। সোহান কোর্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ের গণপূর্ত মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত সোহান রাজাপাড়া থানার ভাটাপাড়া এলাকার রাজ্জাক আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান। তিনি জানান, পাওনা টাকার জের ধরে সোহানের সঙ্গে চন্ডিপুর এলাকার দীপ্ত ও শামীমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সোহানের বুকে ছুরি মেরে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এসএসসি পরীক্ষা: নকলে সহযোগিতা না করায় হামলা, প্রধান শিক্ষকসহ আহত ১০

ক্যাম্পাস টুডে ডেস্ক


এসএসসি পরীক্ষায় নকলে সহযোগিতা না করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুলের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উপজেলার গোপীনাথ ইউনিয়নের শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এতে সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুরসহ দশ শিক্ষার্থী আহত হয়েছেন। জানা গেছে, গুরুতর আহত দুই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুর জানান, গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের আসন পড়েছে। রবিবার (আজ) ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা দেয়ার সময় গোপিনাথপুর গ্রামের এক যুবক তাদের বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে নকল সরবরাহের জন্য মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে বলে। সেই পরীক্ষার্থীর নকল সরবরাহে অপারগতা প্রকাশ করলে পরীক্ষা শেষে ওই ছাত্রকে মারধর করা হয়।”

প্রধান শিক্ষক আলী মনসুর এরপর ওই ছাত্রকে নিয়ে কেন্দ্র সচিবের কাছে বিষয়টি অবহিত করেন। এরপর তাঁরা বাড়ি ফিরে যেতে চাইলে ওই বিদ্যালয়ের পরীক্ষার্থী ও বহিরাগতরা মিলে তাদের উপর হামলা চালায়। হামলায় এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। পঘটনার বিষয়ে জানতে পারার পর পুলিশ পেয়ে আহতদেরকে উদ্ধার করে কসবা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে অবস্থার অবনতি হলে সোনিয়া আক্তার ও সাবিকুন্নাহার তন্বী নামের দুই পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে কসবা উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম জানান, বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিভাগের সামনেই শিক্ষার্থীকে বেধড়ক মারধর, হাসপাতালে ভর্তি

ইকবাল মুনাওয়ার, কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের তিনজন শিক্ষার্থী বিরুদ্ধে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরে আহত শিক্ষার্থী মোহাম্মদ রুবেল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার দুপুরে আহত শিক্ষার্থীর পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীদেরকে বহিস্কারের জন্য ২৪ ঘন্টার সময় বেঁধে দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগের সামনে বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসির উদ্দীন জিসান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুবেলের উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চড়াও হয়। এসময় তার সঙ্গে অজ্ঞতানামা আরও দুই থেকে তিনজন মারধর করে।

পরবর্তীতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসার পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়। পরে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সে গুরুতর অসুস্থ হয়ে অচেতন হলে বিশ্ববিদ্যালয় এম্বুল্যান্স যোগে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে এখানে সার্জারী বিভাগে চিকিৎসারত আছে।

অভিযোগ পত্রের বিষয়ে প্রক্টর কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন বলেন, ভোক্তভোগী শিক্ষার্থী পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। রেজিস্ট্রার অধ্যাপকের আবু তাহের বলেন, ‘আমি উপাচার্য মহোদয়কে বিষয়টি জানিয়ে রাখছি। সামনে সমাবর্তন এমন সময় এমন ঘটনা মেনে নেওয়া যায় না। প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

ববির ডাবল ডেকার বাস-মাহীন্দ্রার সংঘর্ষে নিহত ৩, গুরুতর আহত ২

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসের সাথে মাহীন্দ্রার সংঘর্ষে তিন জন স্পটেই মারা গেছেন। এছাড়া এ দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদে এ দুর্ঘটনা ঘটে।

এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি তবে, নিহত তিন জনের মধ্যে একজন নারী, একজন বয়স্ক পুরুষ এবং ড্রাইভার মারা মাহীন্দ্রার গেছেন।

দ্য ক্যাম্পাস টুডে।