কুবির প্রথম সমাবর্তন বক্তা গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার

ইকবাল মুনাওয়ার, কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যলয়ে (কুবি) প্রথম সমাবর্তন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই আয়োজনে বক্তা হিসেবে থাকছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড.আবু তাহের সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন।

কুবির প্রথম সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এ বিষয়ে কুবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের বক্তা হিসেবে আসছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। সম্প্রতি উনাকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করা হয়েছে। উনি হচ্ছেন বৈশ্বিক ব্যক্তিত্ব। উনাকে সমাবর্তনে আনতে পারা সৌভাগ্যের ব্যাপার। উনাকে আমরা আনতে পারছি এজন্য আমরা খুবই গর্বিত।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) আরো জানান, সমাবর্তনে মাননীয় রাষ্ট্রপতি আসবেন। তাই খুবই গুরুত্বসহকারে সব কাজ সম্পন্ন করা হচ্ছে। আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন যথাযথ ভাবে সম্পন্ন হবে।