ইবিতে স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষা: পরিবহন সুবিধা থাকলেও হল বন্ধ

ইবি প্রতিনিধিঃ করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক সুবিধা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুস সালামের সভাপতিত্বে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনুষ্ঠিত ১১৯তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে পরীক্ষা চলাকালে পরিবহন সুবিধা থাকলেও আবাসিক হল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

সভায় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতিসহ শিক্ষক ও বিভিন্ন অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

পরীক্ষা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি বিভাগের হাতেই থাকবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবহন সুবিধা দিলেও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। তবে পরীক্ষা চলাকালে কোন শিক্ষার্থীদের করোনা হলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে না।