৯৯৯ -এ কল, গভীর রাতে হাওড় থেকে ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক

ঝড়-তুফানের বৈরী আবহাওয়া। পথ ভুলে কাদায় গিয়ে আটকে পড়েন ৪ শিক্ষার্থী। উপায় না পেয়ে রাত সাড়ে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল। এমন ঘটনা ঘটেছে গত বুধবার গভীর রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্গম হাওরাঞ্চলে।

তাত্ক্ষণিকভাবে, তাদের উদ্ধারে দ্রুত ছুটে যায় কলমাকান্দা থানা পুলিশের টহল দল। স্থানীয় লোকদের সহায়তায় হারিয়ে যাওয়া পথ ভোলা শিক্ষার্থীদের রাতের আঁধারে খুঁজতে থাকে পুলিশ। কাদায় ভরা হাওরাঞ্চলের রাস্তা। সামনে ভারত সীমান্তবর্তী পাহাড়।অবশেষে রাত দেড়টায় উপজেলার হরিণধরা নয়াগাঁও এলাকা থেকে উদ্ধার করা হয়।

জানা যায়, শিক্ষার্থীরা হলেন ঢাকা থেকে ঘুরতে আসা হামজা রহমান অন্তর, পারভেজ চৌধুরী। তাঁরা দুজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপর দুই শিক্ষার্থী হলেন আদি চৌধুরী ও আল মোজাহিদ। তাঁরা নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র।

ঘটনা সূত্রে চার শিক্ষার্থী বলেন, সুনামগঞ্জের মধ্যনগর হাওরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যান। পরে বৈরী আবহাওয়ায় পথ ভুলে তারা চলে আসেন নেত্রকোনার কলমাকান্দায়। পেটে ক্ষুধা আর মনে হারিয়ে যাওয়ার ভয়। সঙ্গে নেই কোনো খাবার। অবশেষে পুলিশ দেখে তাদের চার বন্ধুর চোখে-মুখে আনন্দের জোয়ার।

তারা আরও বলেন, কলমাকান্দা বাজারে এনে তাদের খাওয়া ও আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করে দেন পুলিশ। কলমাকান্দা থানা পুলিশের দ্রুত পদক্ষেপে অভিভূত হন তারা।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, ওই চার শিক্ষার্থী আজ বৃহস্পতিবার দুপুরের পর থানায় আসেন। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর তাঁরা নিজ নিজ বাড়ির পথে রওনা হন।

নিখোঁজ হওয়ার ৬ দিন পর স্কুলছাত্র উদ্ধার

সারাদেশ টুডে


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে হারিয়ে যাওয়া মাহি নামে এক স্কুলছাত্রকে নিখোঁজের ৬ দিন পর উদ্ধার করা হয়েছে।

রবিবার চট্টগ্রামের সদরঘাট এলাকার মালুম মসজিদ গলির মাদারবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

আহসান হাবিব মাহি চ্যানেল-২৪ এর বার্তা সম্পাদক কাইয়ুম তুহিনের সেজো ভাই আবুল কালামের বড় ছেলে। স্থানীয় কাপড় ব্যবসায়ী মানিকের নিকট থেকে মাহিকে গ্রহণ করেন চ্যানেল-২৪ এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ।

গত ০১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে নিজ গ্রাম কালঘড়া থেকে পাশের গ্রাম রসুল্লাবাদ বাজারে যায় সে। পরে আর বাসায় ফেরেনি। এরপরই মাহিকে উদ্ধারে তৎপর হয় আইন-শৃঙ্খলা বাহিনী।

নবীনগর থানার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, ওসি প্রভাশ চন্দ্র ধর, ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমিন ও মামলার তদন্ত কর্মকর্তা রুবেল ফরায়েজীর আন্তরিকতায় মাহিকে দ্রুত এবং অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

চাল চুরির পর বক্স খাটের ভেতরে মিলল টিসিবির তেল

ক্যাম্পাস টুডে ডেস্ক


চাল চুরির পর এবার বক্স খাটের তোশকের নিচে অবৈধভাবে মজুদ রাখা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ।

এসময় এ ঘটনায় জড়িত মো. হানিফ মিয়া (৪৭) ও মো. লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) রাত ১০ টার দিকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে ডিবির এসি আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ তেল উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ জানিয়েছেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে ডিবির এসি আলতাফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকার মধ্যপার্বতীপুরের মো. হানিফ মিয়ার (৪৭) বসতবাড়িতে তল্লাশী করা হয়। তল্লাশী করে টিসিবির সয়াবিন তেল মজুদের সত্যতা পাওয়া যায়।

এ সময় তার শোবার ঘরের বক্স খাটের ভিতরে রক্ষিত অবস্থায় বসুন্ধরা ব্যান্ডের টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।

তিনি আরও জানান, অবৈধভাবে তেল বিক্রি করে লাভের জন্য কালোবাজারি করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে তারা।

তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা শাখা (ডিবি)’র টিম এর অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের উর্দ্ধতন এই কর্মকর্তা।

উল্লেখ্য, সম্প্রতি সারা বিশ্বে ছড়ানো মরণব্যাধি করোনা ভাইরাসে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার প্রদত্ত টিসিবি পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের জন্য বলা হয়েছে।