বিভাগ পরিবর্তনের দাবি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পূর্বের ন্যায় পরীক্ষা এর মাধ্যমে বিভাগ পরিবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রবিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন- আমরা আপনাদের সন্তানের মতো। আমাদের জীবন নিয়ে খেলা করার অধিকার আপনাদের নেই। আমাদেরও বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার আছে। আমরাও বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।

বক্তারা আরও বলেন- হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেয়া কখনই শিক্ষার্থীবান্ধব হতে পারে না। মেধাকে ধ্বংস করতেই মূলত এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপনাদের এমন সিদ্ধান্তে শুধু আমরা নই, আমাদের পরিবারের লোকজনও ভেঙ্গে পড়েছে।

দ্রুত এমন হটকারী সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বের ন্যায় পরীক্ষা গ্রহণের দাবি জানায় বক্তারা।