কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস উদযাপন

কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিসংখ্যান বিভাগ এবং পরিসংখ্যান সমিতির উদ্যোগে বিশ্ব পরিসংখ্যান দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে পরিসংখ্যান বিভাগ থেকে বর্নাঢ্য আনন্দ র্যালি বের করে। র্যালির সূচনা করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী। পরে তা বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু ভাস্কর্যে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো: ফরহাদ হোসেন, প্রিয়াংকা পাল, মাহবুবুর রহমান মানিক, প্রভাষক দিপা রানী দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পরিসংখ্যান সমিতির সাধারন সম্পাদক তাসনিম রহমান আসিফসহ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে পরিসংখ্যান বিভাগের ছাত্র-ছাত্রীদের অধ্যয়ন, পরিসংখ্যানের প্রয়োজনীয়তা, ও সর্বোপরি সব রকমের অশিক্ষাসুলভ কর্মকান্ড থেকে দূরে থাকার কথা আলোচনা করা হয়।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।


 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা

কুবি টুডেঃ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের সম্মতিতে আগামী ২৭ জানুয়ারি’২০২০ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে জানা যায়, নির্ধারিত সময়ে সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যেই কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। সমাবর্তন সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

দ্য ক্যাম্পাস টুডে।

গাজা হাতুড়িসহ আটক কুবির ছাত্রলীগ নেতা

কুবি টুডেঃ গাজা হাতুড়িসহ আটক কুমিল্লা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের তিনজন।

বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানহলের ৫০৬ নং কক্ষ থেকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক জসীম উদ্দিন বিজয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব কুমার করসহ তিনজনকে আটক করেছে হল প্রশাসন। পরবর্তীতে রুমটি সিলগালা করে তাদের হল থেকে বের করে দেয়া হয়।

বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন বিজয় এবং সজীব কুমার কর পরিসংখ্যান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। অপরজন হলেন পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খলীলুর রহমান শিবলু।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডে’র কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।


 

ফের দুর্ঘটনার কবলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস

কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক বাস আবারও দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৫.৩০ এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী একটি বাস(কুমিল্লা-ঝ ১১-০০০৮) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড অঞ্চলে আসলে পেছন থেকে দ্রুতগামী জোনাকী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১৪৬৮) ধাক্কা দেয়।

এতে বাসে থাকা শিক্ষকবৃন্দের মধ্যে বেশ কয়েকজন সামনে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হন। এতে বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে বাসটিকে পুলিশ জব্দ করে এবং বাস চালককে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বাস লেখা থাকা সত্বেও জোনাকির এই বাসের ইচ্ছাকৃত দুর্ঘটনা দুঃখজনক। বেপরোয়া গতিতে চালানোর অনেককে রাস্তায় বলি হতে হয়।

শিক্ষক বাসে থাকা কয়েকজন শিক্ষক জানান, ‘জোনাকী বাসটি বিশ্ববিদ্যালয়ের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়ায় বাসে থাকা আমরা অনেকেই আঘাত পেয়েছি। বাংলা বিভাগের গোলাম মাওলা স্যার বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে।



সংবাদ প্রেরক ‘দ্য ক্যাম্পাস টুডে’র কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।


নতুন নেতৃত্বে কুবির রোভার স্কাউট গ্রুপ

কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রোভার স্কাউটের গ্রুপের ২০১৯-২০ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার রোভার স্কাউট ইউনিটের নতুন এ কমিটি ঘোষনা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এমরান কবির চৌধুরী কে সভাপতি এবং ইউনিট লিডার (রোভার) হিসেবে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো, জিয়া উদ্দিন এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস কে গার্ল-ইন-ইউনিট লিডার করে রোভার ইউনিটের সিনিয়র রোভার মেট হিসেবে মনোনীত করা হয়েছে লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো আনোয়ার হোসাইন ও সিনিয়র গার্ল ইন রোভার ইউনিটের পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রায়হানা আঞ্জুম মীম।

কমিটির রোভার মেট পদে রয়েছে, নুর মোহাম্মদ মিলন,তন্ময় বিশ্বাস,আব্দুর রহমান,কামরুল হাসান, আয়শা লতা, ফারিয়া,তামান্না জামান, জান্নাতুল ফেরদৌস এছাড়াও সহ রোভার মেট পদে রয়েছে,শাহাদাত হোসেন,খোরশেদ আলম ফয়সাল,আব্দুর রহমান,মুশফিকুর রহমান,আসমা আক্তার মুক্তা,মাহবুবা মাহা,সুমাইয়া তাবাসসুম,হুমায়রা তানিয়া মিলি প্রমুখ।

বিদায়ী সিনিয়র রোভার মেট নাজমুল হাসান বলেন, নতুন সিনিয়র রোভার এবং রোভার মেটদের অভিনন্দন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, কুবি রোভার স্কাউট বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে থাকে। এ ছাড়া সংগঠনটি বছরে বিভিন্ন দীক্ষামূলক অনুষ্ঠান-ডে-ক্যাম্প, দিনব্যাপী মেট কোর্স, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ভর্তি পরীক্ষায় শৃঙ্খলার দ্বায়িত্ব পালন করে থাকে।



সংবাদ প্রেরক ‘দ্য ক্যাম্পাস টুডে’র কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।


 

আবরার হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ-মিছিল

কুবি টুডেঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যাকান্ডের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা নগরীর টাউনহলে বিক্ষোভ মিছিলটি করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।



“আবরারসহ যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন নতুন আবরার হত্যার স্বীকার না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল প্রশাসনকে সজাগ থাকতে হবে।”



বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানের মূখরিত হয়ে উঠে কুমিল্লা নগরী।

স্লোগানের মধ্যে ছিলো- ‘বঙ্গবন্ধুর বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’ ইত্যাদি।

বিক্ষোভ মিছিলের সময় কুবি শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফ বলেন, “আবরারসহ যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিশ্বজিৎ হত্যার মতো যেন আসামীরা আইনের ফাক দিয়ে বের হয়ে না আসে। ভবিষ্যতে যেন নতুন আবরার হত্যার স্বীকার না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল প্রশাসনকে সজাগ থাকতে হবে।”

এছাড়াও কুবি’র আবদুর রহিম, ভিক্টোরিয়া কলেজের মহিউদ্দিন আকাশ ও সরকারী কলেজের সৈকতসহ বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করে।



সংবাদ প্রেরক ‘দ্য ক্যাম্পাস টুডে’ এর কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার


 

‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

মুহাম্মদ ইকবাল মুনাওয়ার, কুবি টুডেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের কাজী মহিউদ্দিন নামে এক ছাত্র হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। রবিবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



মহিউদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়েকুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।



শনিবার (০৫ অক্টোবর) বিকেলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কুমল্লিা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করালেও তার রিপোর্ট দেয়ার আগেই তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তার বন্ধুদের জানান, হৃৎপিন্ডের একটি অংশ বড় হয়ে যাওয়ায় তিনি মারা যান।

মহিউদ্দিনের সহপাঠী আখি আলম রকি বলেন, ‘পরশু(শনিবার) বিকেলে তার অসুস্থতার কথা শুনে আমাদের সিআর(ক্লাস প্রতিনিধি) রেজাউল তাকে হাসপাতালে ভর্তি করায়। গতকাল(রবিবার) তার অবস্থার অবনতি হলে আমরা সবাই ছুটে যাই। কিন্তু তার সাথে আমাদের আর কথা বলার সুযোগ হলো না।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘মহিউদ্দিন আমার বিভাগেরই শিক্ষার্থী। অসম্ভব মেধাবী একটা ছেলে। এতো অনটনে চলতো তবুও মুখ ফুটে কিছু বলতোনা। তার পরিবারের অবস্থাও ভালো নয়। আমরা পূজার ছুটির পরে বিশ্ববিদ্যালয়ে এবং তার বাড়িতে মিলাদের আয়োজন করবো। এছাড়া সবার সহযোগীতায় একটা ফান্ড করার চেষ্টা করবো। যাতে ১০-১২ লাখ টাকা উঠলে একটা ফিক্রড ডিপোজিট করে রাখলে প্রতিমাসে অন্তত একটা অংশ তারা ব্যাবহার করতে পারবে।’

উল্লেখ্য, মহিউদ্দিনের বাড়ি কুমিল্লা নগরীর রেইসকোর্সে। পরিবারে মা আর বোন ছাড়া কেউ নেই। ২০১২ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যামিক পাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ৫৭তম হন তিনি। সিএসই, আইসিটি পেলেও আর্থিক অবস্থা চিন্তা করে ভর্তি হন পদার্থবিজ্ঞান বিভাগে।

বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে মহিউদ্দিন বরাবরই প্রথম ছিলেন তার ব্যাচে। টিউশন করে সংসার চালাতেন। তার একমাত্র বোনও নানান মানসিক চাপে প্রায় এক বছর ধরে অসুস্থ। এদিকে দীর্ঘদিন ধরে পাইলস রোগে আক্রান্ত ছিলেন মহিউদ্দিন। সহপাঠীদের সহায়তায় কিছু চিকিৎসা করিয়েছেন। মেধাবী মহিউদ্দিন বরাবরই তার ব্যাচে প্রথম ছিলেন। স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। অনেকটা তার দ্বারপ্রান্তেই ছিলেন। কিন্তু হৃদরোগের কাছে হার মানলো তার স্বপ্নের, তার পরিবারের স্বপ্নের।

দ্য ক্যাম্পাস টুডে