প্রকৌশল গুচ্ছে সব আবেদনকারীই পাচ্ছেন পরীক্ষার সুযোগ

ক্যাম্পাস টুডে ডেস্কঃ শনিবার (০৮ মে) দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে । এবারে এ ভর্তি পরীক্ষায় সব আবেদনকারীই পরীক্ষা দিতে পারবে। আবেদনের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না।

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব এবং চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যাপক মইনুল ইসলাম জানান, তিন প্রকৌশল গুচ্ছে এবার নির্ধারিত সংখ্যক আবেদন জমা হওয়ায় আমরা আশা করছি সব আবেদনকারীই পরীক্ষা দিতে পারবে। আবেদনকারীর পছন্দক্রম অনুসারে ভেন্যু সিলেক্ট করা হবে। শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই।

এছাড়া নির্দিষ্ট তারিখেই শুরু হচ্ছে তিন প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা। অধ্যাপক মইনুল জানান, এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত পূর্ব ঘোষিত তারিখেই সব কার্যক্রম অনুষ্ঠিত হবে। তবে পরিস্থিতি বিবেচনায় যদি ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট তারিখ পরিবর্তন করা হয় সেটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

যে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছতে ভর্তি পরীক্ষা হবে- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)

তথ্যমতে, এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে মোট ৩ হাজার ২০১ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এবারে ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২ জুন ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নামসহ কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ জুন ‘ক’ ও ‘খ’ গ্রুপে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুন ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সব তথ্য এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন শিক্ষার্থীরা https://www.admissionckruet.ac.bd/

বাড়ি ভাড়া: কুয়েট শিক্ষার্থীদের ৩০ শতাংশ মওকুফ

ক্যাম্পাস টুডে ডেস্ক


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যয়নরত প্রথম ও দ্বিতীয় বর্ষের যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন আবাসিক ভবনে ভাড়া থাকেন তাদের ৩০ শতাংশ বড়ি ভাড়া মওকুফ করা হয়েছে। তবে তা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসন, কুয়েট সংলগ্ন বাড়ির মালিক কল্যাণ সমিতি ও কুয়েট কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ করা হয়েছে। তবে এর মধ্যে যদি কুয়েট খুলে যায় তাহলে খোলার পরবর্তী মাস পর্যন্ত এ ভাড়া মওকুফ হবে। শুধু প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বাড়ির মালিকদের কাছ থেকে এ সুবিধা পাবেন।

জেলা প্রশাসক আরও বলেন, যে সকল শিক্ষার্থী আর্থিক সমস্যার কারনে গত এপ্রিল, মে ও জুন মাসের বাড়ি ভাড়া এখনও পরিশোধ করতে পারেননি তারা বাড়ির মালিকদের সাথে আলোচনা করে ধীরে ধীরে সেই ভাড়া পরিশোধ করবেন।

এদিকে, জেলা প্রশাসক জানান যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও একই পদক্ষেপ নেয়া হবে।

সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে রুয়েট শিক্ষার্থীর ‘মৃত্যু’

ওয়াসিফ রিয়াদ, রাবি প্রতিনিধি


সেলফি তুলতে গিয়ে মোবাইল ফোন পুকুরের পানিতে পড়ে যায়। পরে ডুবে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন তাজ (২৩) মারা গেছেন। তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারে পড়তেন এবং জিয়াউর রহমান হলের ৪১৮ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরীন একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ওই বিভাগের সভাপতি অধ্যাপক ফারুক হোসাইন।

তিনি বলেন, ‘দুপুরে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে তাজের মোবাইল ফোনটি পুকুরের পানিতে পড়ে যায়। ফোনটি তুলতে গিয়ে পানিতে ডুবে গেলে উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ রামেক মর্গে রাখা হয়েছে।’

মৃত তাজ নওগাঁ জেলার পত্নিতলার কয়ড়া এলাকার এনামুল হকের ছেলে। তবে তার পরিবার ঢাকায় থাকে। তাজের বাবা-মা ঢাকা থেকে রওনা দিয়েছেন। তারা আসার পর যে সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান অধ্যাপক ফারুক।

রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক ড. রবিউল ইসলাম বলেন, আজকে সরস্বতী পূজার ছুটি চলছে। শিক্ষার্থীরা নিজেদের মত ঘোরাফেরা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সেলফি তুলতে গিয়ে পুকুরে পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।#

মিছিলে অংশ না নেয়ায় ‘পিটিয়ে’ হল থেকে বের করে দিল ছাত্রলীগ!

কুয়েট টুডেঃ মিছিলে না যাওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) ছাত্রলীগ এক শিক্ষার্থীকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রহৃত শিক্ষার্থীর নাম আহমেদ জেবাইল মেরাজ। তিনি বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ওই হলের আবাসিক ছাত্র।

সোমবার (০৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে এ ঘটনা ঘটে।

প্রহৃত শিক্ষার্থী জেবাইল মেরাজ অভিযোগ করেন, হল থেকে ব্যক্তিগত কাজে বের হওয়ার সময় লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রেদওয়ানের নেতৃত্বে ৫/৬ জন ছাত্রলীগ নেতা-কর্মী আমাকে ঘিরে ধরে মিছিলে অংশ না নিয়ে বাইরে যেতে নিষেধ করেন। তাদেরকে জরুরি কাজ আছে জানালে তারা আমার ওপর চড়াও হন। কেউ চড় থাপ্পড় ও কেউ কিল ঘুষি মারেন। এরপর তারা আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে কুয়েট ছাত্রলীগের শোডাউন চলছে ক্যাম্পাসজুড়ে। এই শোডাউনে অংশ গ্রহণের জন্য সাধারণ শিক্ষার্থীদের জোর করে বিভিন্ন কর্মসূচিতে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, খোঁজ খবর নিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, মেরাজের ব্যাপারটা শুনেছি। বিষয়টি তার বিভাগীয় প্রধানকে অবহিত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।