বঙ্গবন্ধুর খুনির বিচারকে আদিখ্যেতা বলায় ইবি ছাত্রী বহিষ্কার

ইবি প্রতিনিধি


জাতির পিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করাই সাময়িক বহিষ্কার করেছ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সাথে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এস এম আব্দুল লতিফ জানান, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তানজিদা সুলতানা ছন্দ ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে যে মন্তব্য করেছে তাতে বঙ্গবন্ধুর ভাব মূর্তি নষ্ট হয়েছে। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে বিশ্ববিদ্যালয় খোলার ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

আরো পড়ুনঃ বঙ্গবন্ধু খুনির আসামি গ্রেফতারকে ‘আদিখ্যেতা’ বললেন ইবি ছাত্রী

সার্বিক বিষয় তদন্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন কে আহ্বায়ক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তাকে সাময়িক বহিস্কার করেছে।