খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ – উপাচার্য হলেন অধ্যাপক ড. হোসনে আরা

খুবি টুডে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন উপ-উপাচার্য হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হোসনে আরা।অধ্যাপক ড. হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের অধ্যাপক। এছাড়া তিনি বর্তমানে
স্বাধীনতা শিক্ষক পরিষদ খুবি শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
সোমবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয় ।

রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়ির সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।