চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু আগামীকাল

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে আগামীকাল (৬ সেপ্টেম্বর) থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)।তবে ইন্টারনেটের খরচের ব্যাপারেও কোন সিন্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।

এদিকে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হতে পারেন অনেক শিক্ষার্থী বলে শঙ্কা করা হচ্ছে । তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের হওয়াতে অনলাইনে ক্লাস অংশ নিতে অনেকের স্মার্টফোনও নেই। তাছাড়া অনেক দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের মোবাইল নেটওয়ার্কই ঠিকমতো পৌঁছায়না।

যার ফলে তারা অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হতে পারে বলে জানিয়েছেন। তাছাড়া অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন ও ডাটা খরচ বহন করা সম্ভব হয়ে উঠবে না। ফলে এটি বৈষম্য তৈরি হবে বলে ধারণা শিক্ষার্থীদের।

উল্লেখ্য যে , গত মাসের ২০ আগস্ট অনলাইন ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে অনলাইন ক্লাস শুরু হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আগামী ৬ সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু

 

চবি টুডে


আগামী ৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল বিভাগের অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে।বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

গত বৃহঃস্পতিবার (২০ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরীতে অবস্থিত চবি চারুকলা ইনস্টিটিউটে সভাটি অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

 

আরও পড়ুন বরিশাল বিশ্ববিদ্যালয় : ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন আজ

সভায় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত ডিনদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেয়ার ব্যাপারে ডিনদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

 

 

 

উপস্থিত ডিনবৃন্দরাও উপাচার্যের বক্তব্যের সাথে একমত পোষণ করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিনরা তাঁদের অধীনস্থ স্ব স্ব বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকবৃন্দের সাথে আলোচনা করে এ ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করবেন বলে জানানো হয়।

 

আরও পড়ুন পরিবেশ অনুকূলে ফেরার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

 

সভায় আরও উপস্থিত ছিলেন, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন। এছাড়াও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ অনলাইনে অংশগ্রহণ করেন।

করোনা টেস্টের অনুমতি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি টুডেঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রী জীববিজ্ঞান গবেষণাগারে কোভিড-১৯ রোগের ল্যাবরেটরি পরীক্ষা চালু করার অনুমতি প্রদান করা হল।

চিঠিতে আরও বলা হয়, এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটস ও লজিস্টিক স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা হবে। কোভিড-১৯ পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডেএইচআইএস ২ – তে প্রেরণ করতে হবে।

কোভিড-১৯ সনাক্তকরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার জন্য উপাচার্য ড. শিরীণ আখতারকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় ওই চিঠিতে।

চবি উপাচার্য ড. শিরীণ আখতার জানান, আমরা নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছি। কখন থেকে শুরু করা হবে তা মিটিংয়ে সিদ্ধান্ত হবে।