‘ছাত্র-ছাত্রীদের টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খুলতে বলেছেন প্রধানমন্ত্রী’

ক্যাম্পাস টুডে ডেস্ক: ‘শিক্ষার্থীদের টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খুলতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর খুবই খুশির খবর এই যে, দ্বিতীয় ধাপের টিকাদানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে বলেছেন প্রধানমন্ত্রী।’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে আজ মঙ্গলবার বিবিসি বাংলার ফেসবুক লাইভ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে আজ একটি বৈঠকে ছিলাম। সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিয়েই যেন রিওপেনিংয়ের উদ্যোগ নেওয়া হয়। এটি একটি বড় ঘটনা। আমরা আশা করি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ছেলেমেয়েদের টিকা কার্যক্রমের আওতায় এনে বিশ্ববিদ্যালয় খুলতে পারব।

মহামারিতে স্বতন্ত্র সিদ্ধান্ত না নেয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

তিনি এসময় আরও বলেন, শিক্ষক-কর্মীসহ সব শিক্ষার্থীদের টিকা দেওয়ার নির্দেশনা এসেছে। সামনে যে পাঁচ-ছয় লক্ষ টিকা আসবে সেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংখ্যা তাতে পর্যাপ্ত হবে। সেখান থেকে আমাদের টিকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা খুবই খুশির খবর। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন সদস্য। তিনি যখন এই নির্দেশনাটি দিলেন। এটি আমাদের জন্য খুবই গর্বের বিষয়। অত্যন্ত আনন্দের বিষয়।’

ঢাবি উপাচার্য বলেন, ‘যেটা বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরীক্ষা নেওয়া সেটা মন্দের ভাল। কিন্তু আমরা একবারে ভালটাই করতে পারব।’

মি. আখতারুজ্জামান বলেন, ‘আরও একটি সুখবর আছে, সেটি হলো- জুন মাসের মাঝামাঝি স্কুলগুলো স্বাস্থ্যবিধি মেনে চালুর ব্যাপারে শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বিবিসির লাইভে তিনি আরও জানান, দেশে দ্বিতীয় ধাপে টিকাদান শুরু হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মী ও শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্যমন্ত্রীকে একটি ডিও লেটার পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উপস্থাপক আফরোজা নিলা ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীদের অনেকেই বলছেন, বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষাগুলো নিয়ে নেওয়া যায়, আবার অকেকে বলছেন অনলাইনে ধাপে ধাপে পরীক্ষাগুলো নিয়ে নেওয়া সম্ভব।’
জবাবে উপাচার্য বলেন, ‘খুবই অবাস্তব এবং অমূলকভাবে এই প্রস্তাব আসছে। কারণ, এই দুটো অপশনই আমাদের পরিকল্পনায় ছিল। কিন্তু সঙ্গতকারণেই তা বাস্তবায়ন করা যায়নি।’

বিবিসি বাংলার লাইভ অনুষ্ঠান চলাকালেই অন্তত তিনবার ঢাবি উপাচার্যের এবং বেশকয়েকবার অন্যদের লাইভ অডিও বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিরক্ত হয়ে অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, ‘এই যে একারণেই অনলাইনে ক্লাস পরীক্ষা নেওয়া সম্ভব হয় না। এখানেই তার প্রমাণ মিলছে।’

এসময় ঢাবি উপাচার্য বলেন, ‘সমস্যাটি শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারাবিশ্বেই অবস্থা একই। মহামারিতে স্থির সিদ্ধান্ত নিয়ে থাকা যায় না। পরিবর্তিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হয়। ইউরোপ ও ভারত রিওপেনিংয়ে গিয়েছিল, পরে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে তার মাশুল দিতে হয়েছে তাদের।’

 

নিজ বাড়িতেই তারাবিহর নামাজ পড়াচ্ছেন ঢাবি উপাচার্য

দ্যা ক্যাম্পাস টুডেঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান করোনা ভাইরাসের কারনে মসজিদে গিয়ে আদায় করতে পারছেন না তারাবিহর সালাত। মসজিদে না যেতে পারায় নিজ বাড়িতেই আদায় করছেন তারাবিহর সালাত।

তারাবিহর নামাজের ইমামতিও নিজেই করছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।এক সাক্ষাৎকারে নিজ বাড়িতে তারাবিহর সালাতের ইমামতি করার কথা বলেছেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, রোজা মুসলমানদের জন্য আল্লাহর অনেক বড় নেয়ামত। করোনার আগে আমি প্রতিবছর মসজিদে গিয়ে নামাজ পড়তাম। তবে করোনার কারনে আর মসজিদে গিয়ে নামাজ পড়া সম্ভব হয়ে উঠেনি। পরিবারের সবার নিরাপত্তার কথা ভেবে বাড়িতেই তারাবিহর সালাত আদায় করি।

নামাজে ইমামতি কে করে জানতে চাইলে ঢাবি উপাচার্য আরও বলেন, আমি নিজেই তারাবিহর সালাতের ইমামতি করি। আমার পেছনে দাড়য়ে সালাত আদায় করে আমার ছেলে-মেয়ে ও আমার স্ত্রী । আমরা প্রত্যেকেই ২০ রাকাত তারাবিহর সালাত আদায় করি।

ভার্চুয়ালি পরীক্ষা নেয়ার মতো বিশ্বাসযোগ্য সফটওয়্যার নেই : ঢাবি উপাচার্য

 

ঢাবি টুডে


করোনাভাইরাস মহামারিতে শিক্ষার্থীদের সেশনজটে পড়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে পরীক্ষা না নিয়েই অনলাইনে পরবর্তী সেমিস্টারের ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের পর সব বিভাগ ও ইনস্টিটিউটকে পরের সেমিস্টারের ক্লাস শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষকরা নিয়মিত ক্লাস নিচ্ছেন।দেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়া রোধে গত ১৫ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

পরে সরকার ঘোষিত ছুটি দীর্ঘায়িত হওয়ায় জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ইউজিসির নির্দেশনা মেনে ঢাবিতে অনলাইনে ক্লাস নেয়া শুরু হয়েছে।

ঢাবি ডেপুটি-রেজিস্টার মুন্সী শামস উদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এদিকে, ঢাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক ক্ষয়ক্ষতি কমাতে আমরা পরবর্তী সেমিস্টার ক্লাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অনলাইনে পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ঢাবি উপাচার্য বলেন, “ভার্চুয়ালি পরীক্ষা নেয়ার মতো আমাদের কাছে কোনো বিশ্বাসযোগ্য সফটওয়্যার নেই। আমরা অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে ভাবছি না। বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার পরে পরীক্ষা নেয়া হবে।”