রাবিতে দায়িত্বরত প্রহরীকে মারধরের অভিযোগ

রাবি প্রতিনিধি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্টুয়ার্ড শাখার দায়িত্বরত এক নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগ উঠেছে।

গত ৩১ আগষ্ট দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের এক পিয়ন তাকে মারধর করেন বলে ভুক্তভোগী অভিযোগ করেন ।

ভুক্তভোগী আনিসুর রহমান বাদশা অভিযোগ করে বলেন, ‘গত ৩১ আগষ্ট আনুমানিক বেলা ১২ টার সময় কেন্দ্রীয় চিকিৎসা কেন্দ্রের পিয়ন মামুনুর রশীদ পূর্ব শত্রুতার জের ধরে আমাকে মারধর করে । যাতে করে আমি গুরুতর আঘাত পাই । তখন আমার ডিউটি চিকিৎসা কেন্দ্রে ছিল ।

ঐদিন সরকারী ছুটি থাকায় মামুনের ডিউটি ছিল না তারপরেও সে ডিউটিস্থলে এসে মারধর করে যা অফিসে উপস্থিত অনেকেই দেখেছে । বর্তমানে আমি পরিবার পরিজনসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছি । নিরাপত্তা চেয়ে আমি বিশ্ববিদ্যালয় স্টুয়ার্ড শাখা, রেজিস্ট্রার ও প্রক্টর বরাবর অভিযোগ করেছি।’

মারধরের বিষয়ে জানার জন্য অভিযুক্ত মামুনুর রশিদকে একাধিকবার ফোন করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান বলেন, সাপ্তাহিক ছুটির কারনে সেই নিরাপত্তা প্রহরীর অভিযোগপত্র হাতে পাইনি। আগামীকাল অভিযোগ পত্র হাতে পেলে তদন্ত সাপেক্ষে এ ঘটনার যথাযথ ব্যবস্থা নেবো।