ভাষা কাকে বলে? বাংলা ভাষার কয়টি রূপ ও কী কী?

ভাষা কাকে বলে? বাংলা ভাষার কয়টি রূপ ও কী কী?

ভাষা : বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির মাধ্যমে মানুষের মনোভাব প্রকাশ করাকে ‘ভাষা’ বলে ৷

বাংলা ভাষার প্রকারভেদ-

প্রতিটি সচল ও শুদ্ধ ভাষার মতো বাংলা ভাষারও দুটো রূপ :
(ক) মৌখিক ও (খ) লৈখিক ৷

মৌখিক ভাষার আবার দুটো রূপ :
(ক) মান মৌখিক ভাষা ও (খ) আঞ্চলিক মৌখিক ভাষা।

লৈখিক ভাষারও দুটো রূপ :
(ক) সাধু ভাষা ও (খ) চলিত ভাষা ।

(ক) মান মৌখিক ভাষা : পরিমার্জিত ও সার্বজনীন মৌখিক ভাষাকে ‘মান মৌখিক ভাষা’ বলে ।
(খ) আঞ্চলিক মৌখিক ভাষা : বিভিন্ন অঞ্চলের কথ্যরীতির ভাষা আঞ্চলিক মৌখিক ভাষার অন্তর্ভুক্ত।

(ক) সাধু ভাষা : যে ভাষা প্রধানত তৎসম শব্দবহুল, সর্বনাম ও ক্রিয়াপদসমূহ অপেক্ষাকৃত দীর্ঘ অনেকটা গুরুগম্ভীর ও কৃত্রিম তাকেই সাধু ভাষা বলে ।
(খ) চলিত ভাষা : অ-তৎসম শব্দবহুলতা, সর্বনাম ও ক্রিয়াপদের অপেক্ষাকৃত সংক্ষিপ্ত রূপ তাকেই চলিত ভাষা বলে।

সমাস নবম শ্রেণি – বাংলা ২য় পত্র

সমাস ক. দ্বন্দ্ব সমাসের খ. কর্মধারয় সমাসের গ. তৎপুরুষ সমাসের ঘ. বহুব্রীহি সমাসের

১১. দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করা হয়?
ক. দ্বন্দ্ব সমাসের
খ. কর্মধারয় সমাসের
গ. তৎপুরুষ সমাসের
ঘ. বহুব্রীহি সমাসের

১২. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?
ক. তৎপুরুষ খ. দ্বন্দ্ব
গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব

১৩. প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
ক. নিত্য সমাস খ. দ্বন্দ্ব সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. তৎপুরুষ সমাস

১৪. ‘জমা-খরচ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. জমা খরচ খ. জমাকে খরচ
গ. জমা হতে খরচ ঘ. জমা ও খরচ

১৫. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
ক. অলুক খ. নিত্য
গ. প্রাদি ঘ. উপপদ

১৬. বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?
ক. দ্বন্দ্ব খ. বহুব্রীহি
গ. তৎপুরুষ ঘ. কর্মধারয়

১৭. কর্মধারয় সমাসের কোন পদ প্রধান?
ক. অন্যপদ খ. উভয় পদ
গ. পূর্বপদ ঘ. পরপদ

১৮. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে কোন সমাস হয়?
ক. দ্বিগু খ. কর্মধারয়
গ. দ্বন্দ্ব ঘ. তৎপুরুষ

১৯. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?
ক. দ্বিগু সমাস খ. প্রাদি সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস

২০. মহাকীর্তির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মহান কীর্তি যার খ. মহা যে কীর্তি
গ. মহতী যে কীর্তি ঘ. মহান যে কীর্তি

সঠিক উত্তর
সমাস: ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

 

বাংলা ১ম পত্র এইচএসসি- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি