তানভির আহমেদ, হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি ) কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুজ্জামান।
বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. শ্রীপতি সিকদার স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের চেয়ারম্যানপদে নিযুক্ত প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ এর কার্যকালের মেয়াদ শেষ হওয়ায় আইন অনুযায়ী জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে পালাক্রমে প্রফেসর ড. মো. আরিফুজ্জামান কে উক্ত বিভাগের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো।
প্রসঙ্গত, তিনি তিন বছরের জন্য উক্ত বিভাগের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।