গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪০ বাসযাত্রী আহত

টিসিটি রিপোর্ট: গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (১ জুন) সকালে জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় পৃথক এই সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলাধীন শিবগাতি এলাকায় ঢাকাগামী সূর্যমুখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১৮ জন যাত্রী আহত হয়। পরে গুরুতর আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

একই মহাসড়কের মুকসুদপুর উপজেলাধীন গেড়াখোলা নামক এলাকায় ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সেখানে ২২ যাত্রী আহত হয়।

পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। একই সঙ্গে গুরুতর আহত ৪ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ও মুকসুদপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে।

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে ৫ শ্রমিক নিহত

সারাদেশ টুডে


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস-নসিমনের সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছেন আরও সাত জন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে ঢাকা-খুলনা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার সিরাজুল মোল্লা (৪০), মিজান (৪৩), বদির (৩০), ও সুমন (২৮)। বাকি একজনের নাম জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে লিংক রোড থেকে হাইওয়েতে ওঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মিজান নামে এক শ্রমিক নিহত হন এবং ১১ জন শ্রমিক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে বদি ও সুমন মারা যান। গুরুতর আহত ৯ জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান।

পঞ্চগড়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ১

সারাদেশ টুডে


পাথর শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিববার (২৬ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুরে মাটি খনন করে পাথর উত্তোলন করার দাবিতে পাথর শ্রমিকরা মহাসড়ক অবরোধে করে। এদিন সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর এলাকায় অঘোষিত ভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

এদিন ওই সময় পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।

পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ভজনপুরের গোনাগছ গ্রামের জুমার উদ্দিন (৫৪) নামে এক শ্রমিক নিহত হন এবং আট পুলিশ সদস্যসহ আহত হয় প্রায় অর্ধশত। আহতদের মধ্যে অনেককে পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ৩ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশের দুটি গাড়ি একটি র‌্যাবের র‍্যাবের গাড়ি ভাংচুর করলে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট- টিয়ার সেল নিক্ষেপ করে। এতে করে প্রায় ৫ ঘন্টা উত্তাপ বিরাজ করে পুরো এলাকা জুড়ে। এদিকে সকাল থেকেই ভজনপুরের সকল প্রকার দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ ব্যাপারে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী জানান, আমরা প্রায় ৫ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। পরিস্থিতি সামাল দিতে আমাদের একপ্রকার লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করতে হয়েছে। এ সময় আট জন পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।

বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থী শাম্মির

সারাদেশ


প্রাইভেট শেষে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় শাম্মি আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী চাঁদের গাড়ির চাপায় নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা বেতবুনিয়া ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাম্মি বেতবুনিয়া ইউনিয়নের গজালিয়া পাড়ার আয়ুব আলী খানের মেয়ে। সে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী।

নিহত শাম্মির দুলাভাই ওমর ফারুক বলেন, “বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ডাক বাংলো এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি চাঁদের গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শাম্মি মারা যায়। তার বান্ধবী সাথী গুরুত্বর আহত হয়। তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।”

নিহতের বিষয়টি নিশ্চিত করেন বেতবুনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মনিরুজ্জামান। তিনি জানান, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় চাঁদের গাড়িটি জব্দ করা হয়েছে।”

বিক্ষোভ সংঘর্ষে পুলিশের গুলিতে ৩ জন নিহত

আন্তর্জাতিক টুডেঃ ভারতজুড়ে চলছে নাগরিত্ব আইনের বিরোধিতায় তুলকালাম। বিক্ষোভ চূড়ান্ত রূপ ধারণ করেছে। বিক্ষোভে অশান্ত কর্ণাটক ও উত্তর প্রদেশে পুলিশের গুলিতে তিন জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কর্নাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে ও লক্ষ্ণৌয়েও বিক্ষোভ-সংঘর্ষ চলার সময় ব্যাঙ্গালুরুতে দুই জন এবং উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে এক জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়, যেখানে ব্যাঙ্গালুরুতে চার পুলিশ সদস্যকে গুলি চালাতে দেখা গেছে। সেখানে শিক্ষার্থীদের একটি দলকে লক্ষ করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার হাসপাতালের কর্মকর্তারা আহত দুইজনের মৃত্যুর খবর জানান।

অন্যদিকে, উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে বৃহস্পতিবার একজনের মৃত্যুর খবর সম্পর্কে বিক্ষোভকারীরা বলেছে, বিক্ষোভ চলাকালে পুলিশের গুলিতে জখম হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার রাত থেকেই গোটা উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বেঙ্গালুরুতে ১৪৪ ধারা জারি থাকবে। চারজনের বেশি লোকের জমায়েতের উপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। একই পদক্ষেপ নেয়া হয়েছিল বেঙ্গালুরুসহ কর্ণাটকের বিভিন্ন স্থানেও।

তথ্যসূত্র: রয়টার্স।

পিরোজপুরে বাসচাপায় ৩ যাত্রী নিহত

সারাদেশ টুডে- পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

রবিবার সকালে উপজেলার মুসুল্লিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনযাত্রী নিহত হন। এতে আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বাসচাপায় তিনজন নিহতেন বিষয়টি নিশ্চিত করেছন মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান।