পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেবে কুবি কর্তৃপক্ষ

ক্যাম্পাস টুডে ডেস্কঃ সশরীরে চলমান স্নাতক ও স্নাতকোত্তরের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। পাশাপাশি শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেয়ার জন্য বাসের ব্যবস্থা করতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

দেশজুড়ে কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়েই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২৫ জুন বিশ্ববিদ্যালয়ের ৬২তম একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সুপারিশ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।

পরীক্ষা বন্ধ হওয়া ও বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাসায় পৌঁছানো প্রসঙ্গে কুবি রেজিস্ট্রার বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুমিল্লার বাইরে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের নিজস্ব বিভাগীয় শহরে পৌঁছে দেয়ার জন্য বাস সার্ভিসের ব্যবস্থার চেষ্টা করা হবে। ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান স্যারকে আহবায়ক করে একটি কমিটি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, আমরা খুব দ্রুত একটি মিটিংয়ে বসবো কীভাবে শিক্ষার্থীদের নিরাপদে পৌঁছানো যায় এ বিষয়ে। কোন বিভাগে কত শিক্ষার্থী যাবে সেগুলো ঠিক করে বাস বিভিন্ন বিভাগীয় শহরে যাবে।

চবি: আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত, বিপাকে শিক্ষার্থীরা

চবি প্রতিনিধিঃ দীর্ঘ ২৪ মাস পর শুরু হওয়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ১ম বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ,আন্দোলনের কারণেই কর্তৃপক্ষের এই একতরফা সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে পরীক্ষা কমিটির সভাপতি ও আইইআর এর পরিচালক প্রফেসর ড.বশির আহাম্মদ সাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।নোটিশে স্থগিতের কোন সুনির্দিষ্ট কারণ দেখানো হয়নি।

দীর্ঘ দুই বছর পর কয়েক দফা আন্দোলন ও স্মারক লিপি প্রদানের পর পরীক্ষার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।২০ জানুয়ারি বাংলা পরীক্ষার মধ্য দিয়ে ১ম বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এ পরীক্ষাতে ১১ জন শিক্ষার্থীকে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়নি কর্তৃপক্ষ।প্রতিবাদে মঙ্গলবার(২০ জানুয়ারি) পরীক্ষা বর্জন করে সহপাঠীদের সুযোগ দেওয়ার জন্য আন্দোলন করে শিক্ষার্থীরা।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী জানান,আমরা দীর্ঘ দুই বছর পরীক্ষার জন্য অপেক্ষা করছি।আমাদের সহপাঠীদের রেখে আমরা পরীক্ষা দিতে পারি না।পরীক্ষা স্থগিত করে কাল ক্ষেপণ না করে অবিলম্বে সবাইকে পরীক্ষার টেবিলে বসার সুযোগ করে দিতে হবে।আগে কেউ অনুপস্থিত থাকলে জরিমানা দিয়ে পরীক্ষা দিতে পারতো।এখন সেই সুযোগও দেওয়া হচ্ছে না।

তারা আরও বলেন,আন্দোলন করায় নানা ভাবে আমাদের হুমকি দেওয়া হয়।গতকালও আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে।আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই।অচিরেই আমরা আন্দোলনে যাব।

এবিষয়ে চবি প্রক্টর রবিউল হাসান ভুইঁয়া বলেন,”বিষয়টি জেনে আমি আইইআরের পরিচালকের সাথে কথা বলেছি।তিনি আমাকে জানিয়েছেন ১১জন শিক্ষার্থীর ফর্ম ফিলাপ সংক্রান্ত কাজ ও পরীক্ষার জন্য বিশেষ অনুমতি গ্রহণের জন্য আপাতত পরীক্ষা স্থগিত করা হয়েছে।’’

এ বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদকে ফোন করা হলে তিনি ‘পরীক্ষার্থীরা অনুপস্থিত ছিল।কন্ট্রোলার অফিস থেকে নির্দেশনা আসলে জানাবো’ বলেই লাইনটি কেটে দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ক্যাম্পাস টুডে ডেস্ক


বাংলাদেশে করোনা পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

২৮ মার্চ, শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম মনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হল। করোনার কারণে দেশের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।