নোবিপ্রবি টুডে
নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৪ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ পেয়েছেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পদকপ্রাপ্ত নোবিপ্রবির ৪ শিক্ষার্থী হলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের মো. মাহবুবুল আলম, বিজ্ঞান অনুষদের কৃষি বিভাগের ছাত্রী সাবিয়া খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় প্রশাসনের আবু সাঈদ জাবেদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের হাবিবা ইসলাম।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’পেয়েছেন বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে। এর মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪ শিক্ষার্থী এ পদক পেয়েছেন।