কারেন্ট অ্যাফেয়ার্সে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের তালিকায় বশেমুরবিপ্রবি, পিরোজপুর

 

বশেমুরবিপ্রবি টুডে

জাতীয় সংসদে ২০০১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ পাসের মাধ্যমে গোপালগঞ্জে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু সম্প্রতি পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, আইন ২০২০ পাস হয়।

তবে বিভিন্ন গণমাধ্যমে সে সময় নামে কিছুটা পরিবর্তন এনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামকরণ করতে দেখা যায়।

তবে এ মাসের (ফেব্রুয়ারি) বহুল পঠিত ম্যাগাজিন ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ এর তথ্যে দেখা যায় পুরোপুরি মিলে গিয়েছে পিরোজপুরে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নামের সাথে বশেমুরবিপ্রবি গোপালগঞ্জের সাথে।

এছাড়া নতুন সরকারি তিন বিশ্ববিদ্যালয়ের সাথেই সাদৃশ্য রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে।