রাজধানীর পল্টন ময়দানে মা-ছেলের ক্রিকেটে মাতল নেট দুনিয়া

ক্যাম্পাস টুডে ডেস্ক


পল্টন ময়দানে মা-ছেলের ক্রিকেটে মাতল নেট দুনিয়া। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়- বোরখা পড়ে এক নারী সিমেন্টের পিচে ব্যাট হাতে দাঁড়িয়েছেন। অপরপ্রান্ত থেকে আকাশী রঙের পাঞ্জাবী আর সাদা রঙের পায়জামা পরিহিত ১১-১২ বছরের এক শিশু সাদা ক্রিকেট বল নিয়ে দৌঁড়ে আসছেন। শিশুটির স্পিনঘূর্ণিতে পরাস্ত হলেন বোরখা পরিহিত নারী। মুহূর্তেই উল্লাস প্রকাশ করতে দেখা গেল শিশুটিকে। দ্য ডেইলি স্টারের ফটোগ্রাফার ফিরোজ আহমেদের ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়েছে

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা পল্টনে এই দৃশ্য ক্যামেরা বন্দি হয় । সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল।

জানা যায়, সম্পর্কে তারা দু’জন মা-ছেলে। নিজের ১১ বছর বয়সী ছেলেকে নিয়ে ক্রিকেট একাডেমিতে অনুশীলন করাতে নিয়ে এসেছিলেন তিনি। ঝর্ণা আক্তার নামে ওই নারীর ছেলের নাম শেখ ইয়ামিন সিনান। সিনান আরামবাগের আল করিম আন্তর্জাতিক মাদ্রাসার ছাত্র। তিনি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করেন। শুক্রবার বিকেলে ক্রিকেট ক্লাসে যোগ দিতে এসেছিল সে। তবে তার সঙ্গী বা কোচ না আসায় আমার সাথেই অনুশীলন শুরু করে সিনান।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবিটি শেয়ার করছেন। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, একজন নারী যে সব পারে এই ছবিই সেটি প্রমান করে। সন্তানের স্বপ্ন পূরণে নিজেই মাঠে নেমেছেন। এমন মায়ের প্রতি শ্রদ্ধায় মাতা নত হয়ে আসে।

সিরিজে ফিরতে ভারতীয় দলে দুই পরিবর্তন

খেলাধুলা টুডেঃ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের কাছে সাত উইকেটে হেরেছিল ভারত। তারা আপাতত সিরিজ হারের শঙ্কায় । টিম ইন্ডিয়া তাই দ্বিতীয় ম্যাচে যে কোনো ভাবে হার এড়াতে বদ্ধপরিকর । তাই তারা এ হাইভোল্টেজ এ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে ।রাজকোটের পিচ হতে পারে ব্যাটিং সহায়ক। উইকেট ব্যাটিং স্বর্গ হলে বোলিংয়ে রদবদল আনতে পারেন স্বাগতিকরা। বাংলাদেশের কাছে হার এড়াতে এ ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন আনতে পারে ভারত। শিবম দুবের পরিবর্তে খেলতে পারেন সাঞ্জু স্যামসন।

বাঁহাতি পেসার খলিল আহমেদ গেল ম্যাচে দু’হাত খুলে রান দেন ।তাই এ ম্যাচে তার পরিবর্তে শার্দুল ঠাকুরকে একাদশে থাকছে।

ভারতের সম্ভাব্য একাদশঃ
রোহিত শর্মা:(অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ট (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও যুজবেন্দ্র চাহাল।

টাইগারদের নতুন টি-টুয়েন্টি দল ঘোষণা,অধিনায়ক মাহমুদউল্লাহ

খেলাধুলা টুডেঃ- ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য দ্বিতীয়বারের মতো ঘোষণা করা হলো স্কোয়াড।মাহমুদউল্লাহকে নতুন স্কোয়াডে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ।আগের স্কোয়াড থেকে তিন ক্রিকেটার বাদ যাওয়ায় নতুন করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে।সাইফউদ্দিন বাদ পড়েছেন ইনজুরির কারণে ।নিজের নাম প্রত্যাহার করেছেন তামিম ইকবাল,পারিবারিক কারণে । সর্বশেষ আইসিসির নিষেধাজ্ঞার কারণে দল থেকে বাদ পড়লেন সাকিব। এ তিনজনের পরিবর্তে নতুন করে যোগ হয়েছে তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও আবু হায়দার রনি।

আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচটি। পরের ম্যাচ রাজকোটে ৭ নভেম্বর। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ১০ নভেম্বর নাগপুরে।

স্কোয়াড: তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন , লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

সাকিব এর অভিমত “নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেব”

খেলাধূলা টুডেঃ-

দেশের ক্রিকেটাররা ১১ দফা দাবির প্রেক্ষিতে আন্দোলন করছেন। তারা জানিয়েছে দাবি না মানলে কোনো ধরনের খেলায় অংশগ্রহণ করবেন না তারা।

বিসিবি সভাপতি এমতাবস্থায় জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন তিনি এ আন্দোলনের কোনো যৌক্তিকতা খুঁজে পাননি । এছাড়াও এ আন্দোলনকে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত বলেও উল্লেখ করেন তিনি। সাকিব আল হাসানের কাছে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

সাকিব ২২ অক্টোবার রোজ মঙ্গলবার গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করেছেন আর সে অনুষ্ঠানেই এ কথা বলেন টি-টুয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

পাঁচ টাইগার শ্রীলঙ্কায় যাচ্ছেন আগামীকাল

খেলাধুলা টুডেঃ শ্রীলঙ্কায় চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের চার দিনের আনঅফিশিয়াল টেস্ট। প্রথম টেস্ট ড্রয়ের পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লড়ছে দুদল। দুইটি টেস্টের পর তিনটি আনঅফিসিয়াল ওয়ানডে খেলবে দুই দল।

আসন্ন এই ওডিআইর জন্য শ্রীলঙ্কায় যাচ্ছে আরও পাঁচ টাইগার। তারা হলেন- সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, আবু হায়দার রনি, আরিফুল হক ও আফিফ হোসেন ধ্রুব। আগামীকাল ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের।

ওয়ানডে ম্যাচের সময় সূচি :

প্রথম ওয়ানডে : ৯ অক্টোবর, হাম্বানটোটা;
দ্বিতীয় ওয়ানডে : ১০ অক্টোবর, হাম্বানটোটা;
তৃতীয় ওয়ানডে : ১২ অক্টোবর, কলম্বো।

নাঈম শেখ এখন পর্যন্ত চারটি প্রথম শ্রেণির ম্যাচ, ৩২টি লিস্ট-এ ম্যাচ ও সাতটি স্বীকৃত টি-টুয়েন্টি খেলেছেন। চারটি লিস্ট-এ সেঞ্চুরির মালিক বাঁহাতি এই ওপেনার জুলাইয়ে খেলেছিলেন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। আগস্টে ঘরের মাঠে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে লঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি তিনি।

আরেক ওপেনার সাইফ হাসান কদিন আগে ভারতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের নেতৃত্ব দিয়ে এসেছেন। আগস্টে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজে কথা বলে ছিল সাইফের ব্যাট, করেছিলেন এক সেঞ্চুরি। নির্বাচকদের রাডারে খুব ভালোভাবেই আছেন ২০ বছর বয়সী সাইফ।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বাঁচানো ইনিংস খেলে আলোচনায় আফিফ হোসেন ধ্রুব। বয়সভিত্তিক পর্যায় থেকে নিজেকে প্রমাণ করে আসা এই অলরাউন্ডার জাতীয় দলের (ওয়ানডে) ভাবনায় আছেন ভালোভাবেই। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে আফিফ ছিলেন উজ্জ্বল।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে দুই ওয়ানডে ও ১৩টি-টুয়েন্টি খেলা আবু হায়দার রনি সম্প্রতি ভারতে খেলে এসেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে। যেখানে বাংলাদেশ ১ ম্যাচ জিতেছে আবু হায়দার রনির বোলিং পারফরম্যান্সেই।

আরিফুল হক স্বাদ পেয়েছেন তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার। দুই টেস্ট, এক ওয়ানডে ও নয়টি টি-টুয়েন্টি খেলা আরিফুল হক ঠিক নিজেকে মেলে ধরতে পারছেন না সাম্প্রতিক সময়ে।

দ্য ক্যাম্পাস টুডে