তিন দফা আদায়ে উত্তাল বেরোবি,মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বেরোবি টুডেঃ- তিন দফা দাবিতে আন্দোলন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সাধারণ শিক্ষার্থীরা।আজ ৬ নভেম্বর দুপুর ১২ টায় শেখ রাসেল মিডিয়া চত্ত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন এর সামনে এসে দাবি আদায়ের জন্য অবস্থান করে।
শিক্ষার্থীদের দাবিসমূহ হলঃ
১.আবাসিক হলগুলোতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের থাকার সুনিশ্চিত করতে হবে।
২.ভর্তি জালিয়াতির সাথে জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীসহ সকল অভিযুক্তদের ভর্তি পরীক্ষা চলাকালীন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করাসহ ভর্তি সংক্রান্ত কর্মকান্ড থেকে বিরত রাখতে হবে,
৩.আন্দোলনরত সকল সাধারন শিক্ষার্থীদের যেন হয়রানি করা না হয় তা সুনিশ্চিত করতে হবে।
এছাড়াও গত বছরের ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি এখনো প্রতিবেদন কেন দেয়নি সেটার জবাব চায় প্রশাসন এর কাছে।
এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, এটি ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। এই মুহুর্তে কোনো সিদ্ধান্ত দেওয়া যাচ্ছেনা। আমরা আলোচনায় বসেছি। এ ব্যপারে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের শিক্ষাবৃত্তি অর্জন

বেরোবি টুডেঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের(বেরোবি) মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক মোঃ নুরনবী ইসলাম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আরিফা সুলতানা তীব্র প্রতিযোগিতাপূর্ণ এবং সম্মানজনক অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ড স্কলারশিপ -২০২০ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

উক্ত স্কলারশিপের আওতায় মোঃ নুরনবী ইসলাম অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ট্যুরিজম ম্যানেজমেন্ট’ এবং আরিফা সুলতানা ফিলিন্ডার্স বিশ্ববিদ্যালয়ে ‘পাবলিক পলিসি’ বিষয়ে অধ্যয়নের জন্য আগামি জানুয়ারিতে অস্ট্রেলিয়াতে পাড়ি জমাবেন ।

জানা যায় যে, এ বছর সারাদেশ থেকে মোট ৫০ জনকে অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ড স্কলারশিপ-২০২০ এর জন্য চূড়ান্তভাবে মনোনিত করা হয়। আগামী বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ড স্কলারশিপ-২০২১ এর আবেদন প্রক্রিয়া শুরু হবে।

উক্ত বিষয়ে ব্যাক্তিগত অভিমত পোষণ করেন মোঃ নুরনবী ইসলাম । তিনি বলেন, পড়ালেখা শেষকরে দেশে ফিরে বাংলাদেশে ট্যুরিজম শিল্প বিকাশের জন্য ট্যুরিজম মার্কেটিং নিয়ে গবেষনার কাজ চালিয়ে যেতে চাই এবং ট্যুরিজম সেক্টরের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে অবদান রাখতে চাই।

এই বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফা সুলতানা বলেন, বাংলাদেশ সরকার প্রত্যেক বছর দীর্ঘমেয়াদি অনেক ধরনের পলিসি তৈরি করেন । আমি লেখাপড়া শেষ করে দেশে এসে রিসার্সের পাশাপাশি ভিশন-২০২১ ভালো করে পর্যবেক্ষণ করে এর ঘাটতি ও সমস্যার উদ্ভাবন করে পরবর্তীতে ভিশন-২০৪১ বা এরকম বড় ও দীর্ঘমেয়াদি পলিসি যেন সফলতা লাভ করে সেই উদ্দেশ্য কাজ করতে চাই ।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের বেরোবি প্রতিনিধি সাকীব খান।



 

বেরোবি জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নেতৃত্বে জিয়াউল-শাওন

বেরোবি টুডেঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার (২৬অক্টোবর) জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি শিশির দত্ত মিঠুন এবং সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির এর সুপারিশক্রমে উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম শাওন

এছাড়াও সহ-সভাপতি হিসেবে জাহিদ হাসান, রেবেকা জান্নাত, সারোয়ার আরিফ, মাকসুদুল হাসান অন্তর, যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌস মিম, ফরহাদ আলী, নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে নাসিব নজরুল, কোষাধ্যক্ষ হিসেবে আকিব হৃদয়, দপ্তর সম্পাদক হিসেবে ওয়ালিউর রহমান আকিব, প্রচার সম্পাদক হিসেবে মোস্তাইন বিল্লাহ প্রমুখ নির্বাচিত হয়েছে।

এ সময় জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির বলেন, “বেরোবিতে জামালপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের একমাত্র সংগঠনে প্রতিবছরের ন্যায় এবার ও নতুন কমিটি দেয়া হয়েছে । যারা নতুন করে দায়িত্ব পেয়েছে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি সকল উন্নয়নমূলক কাজের মাধ্যমে নতুন কমিটির সদস্যরা জামালপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সম্মান অক্ষুন্ন রাখবে।”



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের বেরোবি প্রতিনিধি সাকীব খান



 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এক যুগে পদার্পণ

বেরোবি টুডেঃ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের বিদ্যাপীঠ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। নানান ঘাত-প্রতিঘাত ও সীমাবদ্ধতা কাটিয়ে এক যুগে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি।

শনিাবর (১২ অক্টোবর) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে ১২তম বছর শুরু করবে বাঙ্গালী নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি। এ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত থাকবে বেরোবি ক্যাম্পাস।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দিবসটি উপলক্ষে শনিবার (১২ অক্টোবর) ও আগামী বুধবার (১৬ অক্টোবর) আলাদাভাবে কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

আজ শনিবারের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতির পিতা ও বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, উপাচার্যের শুভেচ্ছা বাণী, উদ্বোধনী ঘোষণা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা। এরপর সকাল ১১ টায় বৃক্ষরোপণ, ক্যাম্পাস রেডিওতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা এবং দুপুরে কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল।

জানা যায়, আগামী বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা ও বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং বিশ্ববিদ্যালয় দিবস-২০১৯ উদযাপন কমিটির সদস্য সচিব তাবিউর রহমান প্রধান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১২ অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

দ্য ক্যাম্পাস টুডে।