আমার সাথে দেখা করতে প্রতিযোগিতা করতে হবে না, আমি আছি: বেরোবি নয়া ভিসি

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পঞ্চম উপাচার্যউপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্য দপ্তরে সশরীরে যোগদান করেন।

ভিসি কলিমউল্লাহ’র বিদায়, বেরোবিতে আতশবাজি-মিষ্টি বিতরণ

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার দায়িত্বে ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর, অর্থ হিসাব দপ্তরের পরিচালক, হলের প্রভোস্টগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, আমি সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকবো এবং মিটিংগুলো সব এখানেই (বিশ্ববিদ্যালয়ে) হবে। শিক্ষার্থীদের সমস্যাগুলা সমাধানে আমার প্রাধান্য থাকবে।