“বেসিস আইসিটি অ্যাওয়ার্ড – ২০২০ এর মেরিট পজিশনে বুটেক্সের টিম”

 

শামীম,বুটেক্স প্রতিনিধি

৪র্থ বেসিস আইসিটি অ্যাওয়ার্ড-২০২০এ স্টুডেন্ট ক্যাটাগরির টারশিয়ারি স্টুডেন্ট প্রোজেক্ট(আন্ডারগ্রাজুয়েট) সাব ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স) এর টিএমডিএম ডিপার্টমেন্টের টিম এর প্রোজেক্ট “এরোকিউরঃ এ স্মার্ট এয়ার কোয়ালিটি মনিটরিং এন্ড সিকিউরিটি ডিভাইস”।

টিমের সদস্যরা হলো ৪৪তম ব্যাচের টিএমডিএম ডিপার্টমেন্টের ফারিয়া তাসনিম মজুমদার, সৈয়দ নাজমুস সাকিব এবং আশিক উর রহমান। তাদের প্রোজেক্ট ছিল ওয়ার্কপ্লেসে হেলথ এবং সেইফটির জন্য স্মার্ট এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম নিয়ে। তাদের এই উদ্ভাবনী প্রোজেক্টের তত্ত্বাবধায়ক ছিলেন সাইন্স এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ডঃ শেখ মোঃ মোমিনুল আলম এবং উক্ত বিভাগের প্রভাষক তারিক রেজা তোহা।

বেসিস আইসিটি অ্যাওয়ার্ড-২০২০ এ ৩৬ টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যেখানে এই অ্যাওয়ার্ড এর জন্য ১৩১৪ টি এপ্লিকেশন জমা পড়ে। দেশের অগ্রগতিতে আইসিটি খাতকে এগিয়ে নিতে প্রতিবছর বেসিস এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে।

২৭ ই জুন প্রচারিত এই এই পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ অন্যান্যরা।