বুয়েটে ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ

দ্যা ক্যাম্পাস টুডেঃ করোনা মহামারী ক্রমশও বাড়তে থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। একারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষাও পেছানো হতে পারে। ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রোববার বৈঠকে বসবে আয়োজক কমিটি।

পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগের ঘোষণা অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন না করার পক্ষে মত দিয়েছেন পরীক্ষা আয়োজক কমিটি ও একাডেমিক কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য। ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা হতে পারে ঈদের পর।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, আগামী ৩১ মে, ১ ও ১০ জুন এই তিন দিন পরীক্ষা আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন তারা। বৈঠকে আলোচনা সাপেক্ষে পরীক্ষার তারিখ পেছানো হতে পারে।

বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, করোনার কারণে পূর্বঘোষিত তারিখে ভর্তি পরীক্ষা আয়োজন কঠিন। পরীক্ষা সংক্রান্ত অনেক কাজ থাকে, লকডাউনে সেগুলো করা সম্ভব হয়নি। এই অবস্থায় পরীক্ষার তারিখ পেছানো উচিত।