মৌলভীবাজারে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক

সারাদেশ টুডেঃ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ।আটককৃতরা হলো- উপজেলার দত্ত গ্রামের মৃত কমরু মিয়ার ছেলে মো. আলী হোসেন (৩০) ও একই উপজেলার ডেফলউড়া গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শিপন মিয়া (৩০)।

১৮ নভেম্বর সোমবার বিকালে রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।জেলা কার্যালয়ের পরিদর্শক মো. এমদাদুল্লাহের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে অভিযান চালিয়ে উপজেলা ফায়ার সার্ভিস ভবনের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলমান রয়েছে ।

মহিলা মেম্বারসহ ৩ মাদক কারবারি আটক গোপালগঞ্জে

সারাদেশ টুডেঃ- পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ২ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ।তাদের আটক করা হয় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাশিয়ানী উপজেলার রাতইল থেকে ।আটককৃতরা হলো- নার্গিস সুলতানা (রাতইল ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ২ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার ), রমজান ও আসলাম।

মো. আজিজুর রহমান (কাশিয়ানী থানার ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নার্গিস ও তার সহযোগীরা হাইওয়েস মাইক্রোবাসে করে ইয়াবা বিভিন্ন পয়েন্টে বিক্রয় করতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, রাতইল ইউনিয়নের চেয়ারম্যান জানতেন তার ইউপি মেম্বার নার্গিস সুলতানা মাদক কারবারের সাথে জড়িত। আর তাই তিনি ওই মেম্বারকে পরিষদের মিটিং থেকে এক বছর আগে বের করে দিয়েছিলেন। আর তাকে আর ইউপি অফিসে ঢুকতে দেওয়া হয় নি।

সুনামগঞ্জে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক

সারাদেশ টুডেঃ- জেলা গোয়েন্দা পুলিশ সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকার এনা পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে । মাদক কারবারি (আটককৃত) ব্যক্তির নাম মো. ইসমাইল হোসেন । সে দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকালে জেলা শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করে।মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মো. আমিনুল ইসলাম (জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িংয়ের এস আই) । এ ব্যাপারে কাজি মোক্তাদির হোসেন চৌধুরী (ডিবির ওসি ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।