রেকর্ড গড়ে দেশে একদিনে আক্রান্ত ১ হাজার ৩৪ জন

ক্যাম্পাস টুডে ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৩৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১০৩৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৬৯১।

আজ সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীশনাক্ত হয়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।

দেশের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত আলী আর নেই

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বাংলাদেশের সবচেয়ে লম্বা ও বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি জিন্নাত আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুরস্কের সুলতান কোশেনের পরেই বিশ্বের দ্বিতীয় দীর্ঘকায় ব্যক্তি ছিলেন তিনি।

বড় ভাই ইলিয়াছ আলী জিন্নাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজারের বাসিন্দা জিন্নাতের বাড়ি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে। তার উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সোমবার (২৭ এপ্রিল) শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে ইলিয়াস আলী বলেন, জিন্নাত আলী আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন। খুব কষ্ট নিয়ে চলে গেল আমাদের সবাইকে ছেড়ে। আমি খুব অসহায় অবস্থায় পড়ে গেছি। পারলাম না ভাইকে বাঁচাতে।

জানা যায়, জিন্নাত আলী দীর্ঘদিন ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ মস্তিষ্কে টিউমার জনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে পাঁচদিন কক্সবাজার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার (২৬ এপ্রিল) তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, জিন্নাত আলী, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে। তিনি ১৯৯৬ সালে জন্ম নেন । পরিবারের দ্বিতীয় সন্তান। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ৮ ফুট ৬ ইঞ্চি উচ্চতা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ।

ইবি শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

ইবি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে চিকিৎসা সেবার অবহেলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেলিম হোসেন নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ শুক্রবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেলিম। এদিকে চিকিৎসা সেবায় অবহেলা ছিল বলে অভিযোগ করছেন তার পরিবার৷

জানা যায়, সেলিমের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়া গ্রামে। পিতা লুৎফর রহমানের ছোট সন্তান ছিলেন সেলিম৷ পূর্ব অসুস্থতা Neuromalitis Optica (NMO)-এর কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সেলিমের দেহের বাম অংশ প্যারালাইজড হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসকেরা তার উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠায়। সেলিমের পরিবার তার চিকিৎসার ব্যয়ভার বহনে ব্যর্থ হলে তার বন্ধুরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রায় সুস্থও হয়ে ওঠেন তিনি।

সেলিমের শারিরীক অবস্থার অবনতি হওয়াতে গতকালে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেলিম।

মনোহরদীতে করোনা প্রতিরোধ সচেতনতায় কঠোর প্রশাসন

মোঃ আল – ফাহাদ


মনোহরদীতে করোনা প্রতিরোধ সচেতনতায় প্রশাসনের কঠোর নজরদারি চলছে। নরসিংদীর মনোহরদীতে সড়ক, হাট-বাজার এবং মোড়ে জন সমাগম কমাতে কঠোর হয়েছে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

করোনা প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি অপ্রয়োজনে সড়কে ঘোরাফেরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনে তদারকিসহ কার্যকরি ভূমিকা রাখতেই কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। করোনার ঝুঁকি এড়াতে মনোহরদীতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাফিয়া আক্তার শিমুর সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী ও মনোহরদী থানা পুলিশের টিম সমগ্র উপজেলা মনিটরিং করে।

জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও মনোহরদীর সাবেক সহকারী কমিশনার (ভূমি) জনাব আসসাদিক জামানের নেতৃত্বে ও বর্তমান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ইকবাল হাসান ও বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জনাব মেহেদী হাসানের সমন্বয়ে একটি টিম মনোহরদী উপজেলার ১২ টি ইউনিয়ন প্রদক্ষিণ করেন।

এসময় সামাজিক দূরত্ব না মানায় ৫ জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।টিমটির সাথে ছিলেন লেবুতলা ইউপির ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বাচ্চু, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান-মেম্বার, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি গন।

মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান জানান-‘হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিবর্গ সঠিকভাবে সরকারি আদেশ প্রতিপালন করছে কিনা,যারা ঘরের বাইরে অপ্রয়োজনে যারা ঘুরাফেরা করছে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা,যেসব দোকান বন্ধ রাখার নির্দেশ আছে তা বাস্তবে মানছে কিনা,বাজারের দাম ঠিক রাখাসহ নানাবিধ বিষয়ে তদারকি করা হয় ও আইনানুগ দিকটি বাস্তবায়নের জন্যে মনিটরিং করা হয়।’

এদিকে উপজেলার শুকুন্দী ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিয়া আক্তার শিমু।

এময় তিনি বলেন-‘মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “উপজেলায় করোনাভাইরাসেরপ্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র দিনমজুর রিকশাওয়ালা ও নিম্নআয়ের দুই হাজারের অধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। যেখানেই নিম্ন আয়ের লোক পাওয়া যাবে সেখানেই এ সহায়তা দেওয়া হবে। আমাদের কাছে পর্যাপ্ত খাদ্য শস্য মজুদ আছে। সুতরাং সহায়তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

এছাড়া সড়ক এবং হাট-বাজারে যাতে লোকজন জড়ো হতে না পারে সেজন্য আমাদের কঠোর নজরদারী চলছে। সরকারি নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশের ৯ জেলা এবং রাজধানীর ১৮ এলাকায় করোনা রোগী

ক্যাম্পাস টুডে ডেস্ক


শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের ৯ জেলায় করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে। এরই মধ্যে শুধু রাজধানী ঢাকায় ৩৬ জন শনাক্ত হয়েছে। রাজধানীর ১৮ এলাকায় করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছ। –দি বাংলাদেশ টুডে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটে এই সব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ৯টি জেলা- ঢাকা, গাইবান্ধা, কক্সবাজার, চুয়াডাঙ্গা, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর।

রাজধানী ঢাকার ১৮টি এলাকায় করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে- মণিপুর (পাঁচজন), বাসাবো (চারজন), পুরান ঢাকার বাংলাবাজার (তিনজন), লালমাটিয়া, হাজারীবাগ, মগবাজার, সেনপাড়া, মোহাম্মদপুর, উত্তরা ও উত্তরখান (দুজন করে) এবং মিরপুর ১০ ও ১১ নম্বর, বনানী-গুলশান, বারিধারা ও খিলক্ষেত যাত্রাবাড়ী, আজিমপুর, কলাবাগান, রামপুরা, মহাখালী, (একজন করে)।

রাতের নষ্ট ভাত শুকাচ্ছেন ৭০ বছরের বৃদ্ধা, চাল হলে রান্না করবেন

ক্যাম্পাস টুডে ডেস্ক


নাম সাবিয়া বেগম। বয়স ৭০ বছর। থাকেন নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া বিহারি কলোনি মহল্লার ছোট যমুনা নদীর গাইড ওয়াল-সংলগ্ন সরকারি জমিতে ঝুপড়ি ঘর করে গত কয়েক বছর ধরে বসবাস করছেন তিনি।

২৫ বছর আগে স্বামী নুরু মিয়া মারা গেছেন। মেয়ে সন্তানের বয়স যখন ঠিক ৮ মাস তখন স্বামী মারা যান। বাড়িতে বাড়িতে কাজ করে জীবন চলত তার। মেয়েকে বিয়ে দেয়ার পর এখন একা থাকেন। বয়স হয়ে যাওয়ায় এখন আর কাজ করতে পারেন না। ভিক্ষা করে দিন চলে তার।

০৩ এপ্রিল, শুক্রবার দুপুরে উত্তপ্ত রোদে বিহারি কলোনি মাঠে একটি টিনের ওপর নষ্ট ভাত শুকাচ্ছেন। এমন দৃশ্য দেখে মোবাইলে ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যেমে দেওয়া পোস্ট দেকে অনেকে মর্মাহত হন।

করোনার তাণ্ডবে সারাদেশের মতো নওগাঁয়ও চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ। সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী দিলেও তা পর্যাপ্ত না হওয়ায় অনেকেই পাচ্ছেন না।

এই দুঃখের গল্প শুধু সাবিয়া বেগম নন, ওই কলোনির প্রায় ২০-২৫টি পরিবারের একই অবস্থায় দিন কাটছে। করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে তাদের জীবন ধারণ। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের।

এ বিষয়ে বৃদ্ধা সাবিয়া বেগম বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে এক প্রতিবেশী ভাত দিয়েছেন। রাতে কিছু খেয়ে রেখে দিয়েছি। সকালে দেখি ভাত নষ্ট হয়ে গেছে। ওই নষ্ট ভাত পানিতে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছি। ভাত শুকিয়ে চাল হলে পরে রান্না করে খাব। গতে কয়েকদিন থেকে ঘরে বাইরে যেতে পারিনি। ঘরে কোনো খাবার নেই আমার। খুব কষ্ট করে চলছি। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।

নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ খান ভাত শুকানোর দৃশ্য মোবাইলে ধারণের পর ফেসবুকে লিখেছেন, ‘ফেসবুকে ঢুকলেই দেখি ওখানে-সেখানে ত্রাণ বিতরণ হচ্ছে। তবুও আজ এমন দৃশ্য দেখতে হলো। বৃদ্ধাকে ভাত শুকাতে দেখে জিজ্ঞেস করলাম কি করবেন এগুলো দিয়ে? উত্তরে বৃদ্ধা বললেন কাজ নেই, তাই বাজার করতে পারিনি। ঘরে তরকারি নেই, চালও শেষ। তাই নষ্ট হয়ে যাওয়া ভাত শুকাচ্ছি। ভাত শুকিয়ে চাল হলে আবার রান্না করে খাব। এগুলো নষ্ট ভাত। তবুও এই মুহূর্তে জীবন ধারণের জন্য বিকল্প পথ নেই। বাঁচতে হলে এগুলোতেই খেতে হবে। কারণ কেউ আমাদের ত্রাণ দেয় না।

নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরও লিখেছেন, যারা ত্রাণ বা বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণে নিয়োজিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি; আপনারা এই অসহায় মানুষটার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।।

করোনায় আক্রান্ত ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক, হাসপাতালে ভর্তি

ক্যাম্পাস টুডে ডেস্ক


দেশের বেসরকারি গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে আক্রান্ত ওই সাংবাদিক কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ।

তিনি জানান, গত ৯ দিন ধরেই ওই সাংবাদিক ছুটিতে আছেন। তিনি বাদে আমাদের প্রতিষ্ঠানের অন্য কর্মীদের মাঝে করোনার কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি। তাই এই মুহূর্তেই আমরা লকডাউনে যাওয়ার কথা ভাবছি না।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৬ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কেউ মারা যাননি।

আজ শুক্রবার অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে। এ পর্যন্ত ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন।

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ৬ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কেউ মারা যাননি।

দেশে সর্দি, কাশি, জ্বরে ৫৮ জনের মৃত্যু: ভয়েস অফ আমেরিকা

ক্যাম্পাস টুডে ডেস্ক


বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, দেশের বিভিন্ন স্থানে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত
সর্দি, কাশি, জ্বর ও গলাব্যাথা নিয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত ১৪ জেলায় ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।- ভয়েস অফ আমেরিকা।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রধান লক্ষণ সর্দি, কাশি, জ্বর ও গলাব্যাথা। বাংলাদেশে এসব লক্ষণ নিয়ে অনেকেই মারা যাচ্ছেন। কিন্তু সরকারি রোগ নির্ণয় সংস্থা-আইইডিসিআর জানিয়েছে তাদের নমুনায় এর কোন আলামত নেই। বৃহস্পতিবার পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইইডিসিআর।

খবরে বলা হয়েছে, মৃতব্যক্তিদের বাড়ি লকডাউন করা হলেও বলা হচ্ছে, তারা কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। অনেকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। ঢাকায় একজন স্কুল শিক্ষিকা মাহমুদা বেগমকে চারটি হাসপাতালে ভর্তি করার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক উপজেলা থেকে দুই জনের নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে সরকারের মুখপাত্র জানান, বাংলাদেশে আরও দুই জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৫৬ জন। ওদিকে গত কয়েকদিনে করোনায় সারাবিশ্বে বিভিন্ন দেশে ৮০ জন বাংলাদেশি মারা গেছেন।

বাড়ি ভাড়া মওকুফ ও বিদ্যুৎ বিল স্থগিত: এ খবর গুজব, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনা বিস্তারের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যেমে বাড়ি ভাড়াসহ বিভিন্ন বিল মওকুফের একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে সরকারের পক্ষ থেকে। এ ধরণের তথ্য সম্পূর্ণ গুজব বলে জানানো হয়েছে

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচীব ইহসানুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক লোন, বাড়ি ভাড়া মওকুফ, ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি সংক্রান্ত যে গুজবটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করা হচ্ছে সেটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।

আরো বলা হয়েছে, যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পড়ে। মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গৃহীত পদক্ষেপ নিজেই কিংবা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

করোনা: ২৪ ঘন্টায় ১ লাখের বেশি মানুষ আক্রান্ত, মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক টুডে


বিশ্বজুড়ে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় (বুধবার) সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। গেল বছর ডিসেম্বরের শেষে চীনে বিস্তার শুরু হওয়ার পর থেকে এই প্রথম একদিনে অর্থাৎ ২৪ ঘন্টায় ১ লাখের বেশি মানুষের মধ্যে করোনা সংক্রমিত হলো।

করোনা ভাইরাসের সর্বশেষ খবর বিবিসি জানায়, করোনা ভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যার হিসাবেও গতকাল (বুধবার) সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিশ্বজুড়ে। এই মারা যাওয়া ৬ হাজারের বেশি মানুষের অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে করোনাভাইরাসের নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছে, পহেলা এপ্রিলের আগে মার্চের শেষ ৭ দিন গড়ে প্রতিদিন সংক্রমণ হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার মানুষের মধ্যে। এবং করোনায় আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন মারা গেছে প্রায় ৩ হাজার মানুষ।

এদিকে ১ এপ্রিল প্রকাশিত হওয়া ৩১ মার্চের পরিসংখ্যানে একদিনে প্রায় ৭৫ হাজার মানুষের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণের হিসাব পাওয়া যায় এবং এই করোনায় মৃত্যুর সংখ্যা দিনে চার হাজার ছাড়ায়।

প্রথমবারের মত গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ১ লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রতে নতুন করে সংক্রমণ ঘটেছে ২৫ হাজারের বেশি মানুষের মধ্যে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ৩১ মার্চের পরিসংখ্যান পর্যালোচনা করে, অনুমান প্রকাশ করে, সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যে সারা বিশ্বে সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে এবং সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও ৫০ হাজার পার করতে পারে।

এরই মধ্যে সারাবিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে প্রায় সাড়ে ৯ লাখ মানুষ এবং এদের মধ্যে ৪৭ হাজারের বেশি মানুষ মারা গেছে।