বাংলা ২য় পত্র – পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি

বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশের অন্তর্গত ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন ও সন্ধি থেকে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।

১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
A. ৮টি
B. ১০টি
C. ৯টি
D. ১১টি

২. কোনগুলো বর্গীয় বর্ণ নয়?
A. চ, ছ, জ,ঝ,ঞ
B. ত, থ, দ, ধ, ন
C. ট, ঠ, ড, ঢ, ণ
D. য, র, ল, শ, ষ

৩. বাক্যতত্ত্বের অপর নাম কী?
A. শব্দক্রম
B. ধ্বনিক্রম
C. পদক্রম
D. অর্থক্রম

৪. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
A. ৭টি
B. ৮টি
C. ৯টি
D. ১০টি

৫. বাংলা বর্ণমালার ‘পরাশ্রয়ী’ বর্ণ কয়টি?
A. ২টি
B. ৩টি
C. ৪টি
D. ৫টি

৬. কোনটি যুগ্ম স্বরধ্বনি?
A. উ
B. ঋ
C. এ
D. ঐ

৭. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
A. ফলা
B. কার
C. অক্ষর
D. ধ্বনিমূল

৮. তালব্য ও নাসিক্য বর্ণ কোনটি?
A. ঙ
B. ঞ
C. গ
D. ম

৯. কোনটি মৌলিক স্বরধ্বনি?
A. ঔ
B. ই
C. ঐ
D. সব কটি

১০. কোনটি ‘বিষমীভবন’-এর উদাহরণ?
A. লাফ>ফাল
B. লাল > নাল
C. কবাট>কপাট
D. লগ্ন>লগ্গ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক চূড়ান্ত পরীক্ষা শুরু

কুবি প্রতিনিধিঃ করোনা মহামারীতে আটকে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার(২০ ডিসেম্বর) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকালে বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদ ভবনে পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্যমতে, প্রথম পর্যায়ে ৮ বিভাগের আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়া হচ্ছে। যা চলবে আগামী ১৩ জানুয়ারি ২০২১ পর্যন্ত। এর মধ্যে বাকি থাকা বিভাগগুলোর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে বসানো হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতি ১০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন করে পরিদর্শক নিয়োগ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, “আমি সকালে এসেই পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিয়েছে। বাকি থাকা বিভাগগুলোর পরীক্ষাও স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”