ক্যাম্পাস টুডে ডেস্কঃ আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ চলমান লকডাউনের মধ্যেও ১ হাজার ১৮০ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় করেছে।
মঙ্গলবার এই টাকা ব্যাংকে ছাড় করা হয় বলে ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
করোনাকালীন ২০২০ সালের মার্চ মাস থেকে গতকাল পর্যন্ত ১২ হাজার ৭৪৮ জন শিক্ষক-কর্মচারীকে ৫৬৪ কোটি ৯ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকার কল্যাণ সুবিধা প্রদান করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির ঈদের আগেই উল্লেখযোগ্যসংখ্যক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে কল্যাণ সুবিধার টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল করা হয়।
শুক্র ও শনিবার নির্ধারিত বন্ধের দিনেও কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুসহ কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেছেন। ইএফটির মাধ্যমে কাল বৃহস্পতিবারের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে তাঁদের টাকা পৌঁছে যাবে।