জাতীয় টুডেঃ ‘পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “পেঁয়াজের দাম বৃদ্ধিতে যে সমস্যা দেখা দিয়েছে, তা নিরসনে কার্গো বিমান ভাড়া করে আমরা পেঁয়াজ আনা শুরু করেছি। আগামীকাল বা পরশুর মধ্যে বিমানে পেঁয়াজ এসে পৌঁছাবে। পেঁয়াজ বিমানে উঠে গেছে, কাজেই আর চিন্তা নাই।”
তিনি বলেন, “সব দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক, কিন্তু আমাদের দেশে কী কারণে এত অস্বাভাবিকভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে, তা জানি না। এটি রুখতে আমরা ব্যবস্থা নিয়েছি।”
দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনাদেরকে আমি বলব, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। চাল, গম ভুট্টা উৎপাদন, মাছ উৎপাদন, সবজি উৎপাদন, তরি-তরকারি উৎপাদন প্রতিটি ক্ষেত্রে আমরা বিশ্বে একটি স্থান করে নিয়েছি।”
দ্য ক্যাম্পাস টুডে।