শেষ বার্তা

নাহিদুল ইসলাম ইমন


মাঝরাতের এ বার্তা যদি তোমার নিকট পৌছায়-
তবে না হয় ভুলবশতই ক্ষমা করে দিয়ো আমায়।
ভুলের খেয়ালে,জিদের হেয়ালে দিয়েছো যে যন্ত্রনা,
জানি করোনি তুমি,পেয়েছো কারো মন্ত্রনা!

অন্যের সাথে স্থীর চিত্রে যদি থাকোই হাসি-খুশি,
তবে বলো কেন বারংবার-“তোমায় ভালবাসি”!
রাগবশত,আবেগবশত করেছো যত অবহেলা,
সইতে না পেরে যাচ্ছি আমি,হবে তুমি একেলা।

যাচ্ছি আমি,যাবে তুমিও,হারাবে যত আশা,
মিথ্যা অপবাদে,হিংস্র উন্মাতে পুনরায় দিলে ধোকা!
আজ যতই ডাকো বারংবার,চিৎকার হোক যতই!
নতুন ভোর দেখতে দিয়ে এবার আমি যাবোই।

আমার আর্তনাদ যদি বুঝতে পারো,
সুখে থাকতে পারবে না,ভালবাসা বাড়বে আরো।

বুঝলে না এ আর্তনাদ, শুনলে না এ হৃদয় কল্লোল,
রয়েই গেলে অধরা,হলে না, হবেও না আমার শৃঙ্খল।
আমার হৃদয়ে আজ বারি বর্ষন,
তোমার কালো মনে ঢাকা আমার সুখের অনুক্ষন!

কেন করো এমন!তবে তুমিও কি তেমন?
খুলো মনের দ্বার,দেখো মনের জ্বালাতন।
কি সুখ পাবে তুমি?কি আনন্দ পেলে করে ছলনা,
যতই বলি- শুনবে না, দিবে যতশত বাহানা!

আজকের এই শেষ বার্তা জানি কেউ পৌছে দিবে,
অতঃপর-প্রস্ফুটিত একজোড়া ফুল আকস্মিকই ঝড়ে যাবে!!