ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

ঢাবি টুডেঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)- Dhaka University (DU) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি জন্য আবেদনপত্র অনলাইনের গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৮ মার্চ) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আখতারুজ্জামান কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন। ভর্তির আবেদনের এই প্রক্রিয়া চলবে ৩১ মার্চ (বুধবার) রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে।

সেই সাথে সোমবার বিকালে ঢাবি জনসংযোগ দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিকাল ৫টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন।

ভর্তি কার্যক্রম উদ্বোধনে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিস্তারিত তথ্য ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) এবং ভর্তির নির্দেশিকা থেকে জানা যাবে। সেই সাথে ভর্তির বিজ্ঞপ্তি ইতোমধ্যে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়েছে ।