সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন সংসদে

ক্যাম্পাস টুডে ডেস্ক


সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে জাতীয় সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০’ নামে একটি বিল উত্থাপন করা হয়েছে।

আজ (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

প্রস্তাবিত বিলটি অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসরণ করেই প্রণয়ন করা হয়েছে।

বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নীতিগত সম্মতির পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিলটি পাস হলে বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করা হবে।

সংসদে উত্থাপিত বিলটি অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসরণ করে প্রণয়ন করা হয়েছে। সেখানে ৫৫টি ধারা রয়েছে। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও সংজ্ঞা ছাড়াও উল্লেখযোগ্য ধারাগুলোর মধ্যে ৯ ধারা চ্যান্সেলর, ১০-১১ ধারা ভাইস চ্যান্সেলর, ১২ ধারা প্রো-ভাইস চ্যান্সেলর, ১৩ ধারা কোষাধ্যক্ষ, ১৮-২০ ধারা সিন্ডিকেট, ২১-২২ ধারা একাডেমিক কাউন্সিল, ২৯-৩০ ধারা অর্থ কমিটি সম্পর্কিত।

প্রসঙ্গত, এর আগে গত ২ মার্চ বিলটি মন্ত্রীসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন পাসের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়টি চালু হলে দেশে বিজ্ঞান প্রযুক্তি ও প্রকৌশল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ২০টি।

সুনামগঞ্জে দুই পক্ষের সংর্ঘষে নারীসহ ২০ জন আহত, আটক ৫

ক্যাম্পাস টুডে ডেস্ক


আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়েছেন খেলন মিয়া, খুদেজা বেগম ও রাজন মিয়া। গুরুতর আহত সবাইকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউপির নয়নগর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, এদিন বিকেলে নয়নগর গ্রামের কাদির মিয়া-আজগর আলীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় ‘অস্ত্রশস্ত্র’ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। সংঘর্ষের সময় একপক্ষ অপরপক্ষের বাড়িঘরে হামলা-পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রী: “বাংলাদেশ আর পাকিস্তান হবে না”

ক্যাম্পাস টুডে ডেস্কঃ “যারা পাকিস্তানীদের ভালবাসে তাদের বলছি, বাংলাদেশ আর পাকিস্তান হবে না। বাংলাদেশ; বাংলাদেশই থাকবে। ধর্মের নাম ব্যবহার করে যারা জঙ্গিবাদ সৃষ্টি করে তারা স্বাধীনতাবিরোধী। এ দেশকে স্বাধীন চায় না। দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে তারা।” বলেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি ।

আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ।

এ সময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরো বলেন, বিএনপিসহ কয়েকটি দল ক্ষমতায় থাকলেও দেশের উন্নয়নে কোনো কাজ করেনি। দেশের দৃশ্যমান উন্নয়নের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগ সরকার। আমাদের সরকার গরীবের জন্য কাজ করে যাচ্ছে।