এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সারাদেশ টুডে


মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ফারজানা আক্তার ঝর্ণা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। নোয়াখালীর সুবর্ণচরে এ ঘটনা ঘটে। সে চর রসিদ আইডিয়াল মডেল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

রবিবার দুপুর ২টার দিকে নিজের শয়নকক্ষে সে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাটিয়েছে।

উপজেলার নম্বর চর জব্বর ইউনিয়নের চররসিদ গ্রামের প্রবাসী মোহাম্মদ আজাদের মেয়ে ফারজানা আক্তার ঝর্ণা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুবর্ণচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল।

বিদায় অনুষ্ঠানে যাওয়ার পথেই আবীরের চিরবিদায়

সারাদেশ টুডে


আর মাত্র ৭ দিন পর শুরু হবে এসএসসি পরীক্ষা। সোমবার (২৭ জানুয়ারি) এ উপলক্ষে রাজধানীর ওয়ারী উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা আয়োজন করে। স্কুলের বিদায় অনুষ্ঠানে আসতে উচ্ছ্বাসের কমতি ছিল না শিক্ষার্থীদের মাঝে। সড়ক দুর্ঘটনায় তাদের সহপাঠী আবীর হোসেনের মৃত্যু সংবাদে অনুষ্ঠানে মুহূর্তেই নেমে আসে বিষাদের ছায়া।

জানা যায়, সোমবার স্কুলে বিদায় অনুষ্ঠান উপলক্ষে সকালে জয়কালী মন্দির এলাকায় নিজের বাসা থেকে বন্ধুদের সঙ্গে বের হয় আবীর। পরনে ছিল পাঞ্জাবি-পায়জামা। বলধা গার্ডেনের উত্তর পাশের গেটের সামনে ওয়াসার পানির পাম্প স্টেশন। সেখান থেকে পানি নেওয়ার পর বেপরোয়া গতিতে থাকা ওয়াসার পানির লরি ধাক্কা দেয় আবীরকে। মাটিতে পড়ে যাওয়া এই কিশোরের মাথার ওপর উঠে যায় লরিটির চাকা। আবীরকে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের (পূর্ব) ওয়ারী জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানান, দুপুর ১২টার পর এ দুর্ঘটনা ঘটে । ওয়াসার পানিবাহী লরিসহ (ঢাকা মেট্রো ঢ ১১-০১১৪) চালককে আটক করে ওয়ারী থানা হেফাজতে আনা হয়েছে।

অনুষ্ঠান শেষ না করেই আবীরের মৃত্যুসংবাদ শুনে তার সহপাঠীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। ওয়ারী উচ্চবিদ্যালয়ের কর্তৃপক্ষের আশ্বাসে তারা সরে গিয়ে স্কুলের সামনে মানববন্ধন করে দোষী চালকের শাস্তির দাবি জানায়।

ওয়ারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল বলেন,‘এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ছাড়াও আজ স্কুলে বার্ষিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। বেলা ১১টার পর অনুষ্ঠান শুরু হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর আবীরের দুর্ঘটনার সংবাদ আমরা জানতে পারি। এ খবর শুনেই আমরা ঘটনাস্থলে গিয়ে আবীরকে শনাক্ত করি।’

পেছাল এসএসসি ও সমমানের পরীক্ষা

ক্যাম্পাস টুডে ডেস্ক


ঢাকা সিটি ভোট পিছিয়ে যাওয়ার কারণে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। তবে ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

এদিকে এসএসসি ও সমমানের আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। তবে আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় তা পেছানোর দাবি জানায় সব মহল।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণের তারিখ পেছায় নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি বোর্ডে গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৪৪ জন। এবছর মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নেবে। এবার মোট ২৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২টি প্রতিষ্ঠান ও ১৫টি কেন্দ্র বেড়েছে।

এসএসসির ফরম পূরণের সময় বেড়েছে ১০ দিন

ক্যাম্পাস টুডে ডেস্ক


জরিমানা বা বিলম্ব ফিসহ ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরমপূরণের সময় ১৩ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ ফরম পূরণের জন্য ১০ দিন ফের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি সূত্রে, ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরমপূরণের সময় ১৩ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ‘সোনালী সেবার’ মাধ্যমে বিলম্ব ফিসহ ফরমপূরণের ফি জমা দেয়ার সময় ২৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এসএসসির অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে আগামী ২০ জানুয়ারি। আর আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ২০২০ সালের এসএসসি পরীক্ষা। আর ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে এসএসসির ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে।